বাংলাদেশকে আরেকটি বিশ্বকাপ এনে দিতে চান তৌহিদ হৃদয়

এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সেরা অর্জন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়। সেই দলের সদস্য ছিলেন তৌহিদ হৃদয়। বয়সভিত্তিক ক্রিকেটের গণ্ডি পার করে এবার জাতীয় দলের ভাবনায় হৃদয়। গুঞ্জন আছে ঘরের মাঠে আসন্ন পাকিস্তানের বিপক্ষে সিরিজেই ডাক পেতে যাচ্ছেন তিনি। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চাওয়াতে মিরপুরে অনুশীলন পর্ব শুরু করেছে এই তরুণ অলরাউন্ডার।
পাকিস্তান সিরিজে জায়গা হবে কিনা সেটি এখনো নিশ্চিত নন তৌহিদ হৃদয়। তবে জাতীয় দলে সুযোগ পেলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস পুঁজি করে দেশকে আরো একটি বিশ্বকাপ বা মূল বিশ্বকাপ এনে দিতে চান তিনি।
আজ (মঙ্গলবার) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হৃদয় বললেন, ‘যতদিন ক্রিকেট খেলব ততদিনই এটা (অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ) আমাদের আত্মবিশ্বাস দেবে। কিভাবে বিশ্বকাপ জিততে হয় সেই কাজ আমরা করেছি। আমরা সুযোগ পেলে মূল বিশ্বকাপ জিতব।’
পাকিস্তান সিরিজের দলে থাকার বিষয়ে হৃদয় বলেন, ‘সুযোগ পাওয়া বা না পাওয়া আমার হাতে নেই। আমার কাজ হল অনুশীলন। এখানে সুযোগ কাজে লাগাতে চাই। জাতীয় দলের পরিবেশ ও সুযোগ-সুবিধা ভালো করে কাজে লাগানোর চেষ্টা করছি।’
বাংলাদেশ ক্রিকেটের বর্তমান সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। বিশ্বকাপে ভরাডুবিতে টালমাটাল গোটা দল। পাকিস্তানের অবস্থা একেবারে উল্টো। বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করা দলটি সুপার টুয়েলভ পর্বে নিজেদের পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে। এসব নিয়ে অবশ্য ভাবছেন না তৌহিদ হৃদয়। এই সিরিজ দিয়ে টাইগাররা ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন তিনি।
হৃদয় বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এটাকে আমাদের জন্য খুব ভালো একটা সুযোগ হিসেবে অনুভব করছি। ভালো খারাপ হতেই পারে, ইনশাআল্লাহ্ দল ঘুরে দাঁড়াবে। যে সুযোগ পেয়েছি তা কাজে লাগানোর চেষ্টা করব। হতে পারে অনুশীলন, হতে পারে সবকিছু। সিনিয়র ভাইদের কাছ থেকে শেখার চেষ্টা করব।’
টিআইএস