দেশ ছাড়ছেন সাকিব, খেলবেন না বঙ্গবন্ধু কাপের ফাইনালে

মাত্রই সাকিব আল হাসানের দল নিশ্চিত করেছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল। তখনই যুক্তরাষ্ট্র থেকে এলো দুঃসংবাদ, ফলে ফাইনাল খেলা আর হচ্ছে না বিশ্বসেরা এই অলরাউন্ডারের।
টুর্নামেন্টের শুরু থেকেই ছন্দহীন ছিলেন সাকিব, দল জেমকন খুলনাও রীতিমতো খাবি খাচ্ছিলো বঙ্গবন্ধু কাপে। গতকাল সোমবার প্রথম কোয়ালিফায়ারে নিজে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন, দলও নিশ্চিত করলো ফাইনাল। এরপর যুক্তরাষ্ট্রে অবস্থানরত পরিবার থেকে খবর এলো, অসুস্থ হয়ে পড়েছেন তার শ্বশুর, জরুরি ভিত্তিতে সেখানে যাওয়া প্রয়োজন তার।
কর্তব্যের ডাকে সাড়া দিতে তাই আজ মঙ্গলবার রাতেই দেশ ছাড়ছেন সাকিব। খবর পাওয়ার পর গতকাল রাতেই দলীয় হোটেল ছেড়ে গেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ফাইনালে আর তাকে দলে পাচ্ছেন না খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বিষয়টি মঙ্গলবার সকালে নিশ্চিত করেছেন খুলনা দলের ব্যবস্থাপক নাফিস ইকবাল।
এর আগে এক বছরের নিষেধাজ্ঞা শেষে এই টুর্নামেন্ট দিয়েই মাঠে ফেরেন সাকিব। তবে ফেরাটা মোটেও রাজসিক হয়নি তার। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নয় ম্যাচে খেলে মোটে ১১০ রান করেছেন তিনি। বোলিংয়েও বড় বিবর্ণ ছিলেন তিনি, পেয়েছেন মোটে ৬ উইকেট।
বঙ্গবন্ধু কাপের ফাইনালে খুলনা তাকে না পেলেও জানুয়ারিতে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাকিবকে পেতে পারে স্বাগতিক বাংলাদেশ দল। আগামী মাসে তিন টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটো টি-টোয়েন্টির এই সিরিজটি দিয়ে প্রায় দশ মাস দীর্ঘ স্থবিরতা শেষ হবে বাংলাদেশ দলের। যদিও উইন্ডিজের সিরিজটি এখনো নিশ্চিত হয়নি এখনো, তবু সিরিজের জন্যে চলতি মাসের শেষেই ক্যাম্প শুরু হওয়ার কথা বাংলাদেশের। কোয়ারেন্টাইন জটিলতার কারণে সে ক্যাম্পে যোগ দিতে দেরি হতে পারে সাকিবের, এমনটাই ধারণা করা হচ্ছে।
এনইউ