টিটির শুক্রবারের ‘তারা’

এক সময় ইনডোর গেমসের মধ্যে বেশ জনপ্রিয় ছিল টেবিল টেনিস। এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভালো পারফর্ম করায় এখন আবার আলোচনায় টিটি। অনেক তরুণের প্রিয় খেলা টিটি। ঢাকা শহরের এমন কয়েকজন টিটি অনুরাগী তরুণদের সংগঠন ফ্রাইডে অল স্টারস। প্রায় প্রতি সপ্তাহে তারা শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে আসেন।
গত শুক্রবার তারা বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহযোগিতায় একটি টুর্নামেন্ট আয়োজন করে। আজ সেই টুর্নামেন্টের ফাইনাল ছিল। রাহাত হাসানকে ৩-১ সেটে হারিয়ে ভিক্টর চ্যাম্পিয়ন হন। সেমিফাইনালে ভিক্টর ৩-২ সেটে দাউদ নেসারকে এবং রাহাত ৩-০ সরাসরি সেটে রাকিবকে পরাজিত করে।
টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হাসান মুনীর ও জাতীয় কোচ মোহাম্মদ আলী উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। হাসান মুনীর ও আলী উভয়েই তরুণদের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনকে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
এজেড/এনইউ