সিশেলসের জয়ে বাংলাদেশসহ সবার ফাইনালের সম্ভাবনা টিকে রইল

শ্রীলঙ্কায় চারজাতি টুর্নামেন্ট দারুণ জমে উঠেছে। গতকাল (শনিবার) দিনের দ্বিতীয় ম্যাচে পূর্ব আফ্রিকার দেশ সিশেলস ১-০ গোলে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়েছে। এই জয়ে সিশেলস ও বাংলাদেশের সমান চার পয়েন্ট হলো এবং মালদ্বীপ ও শ্রীলঙ্কার দুই দলের এক পয়েন্ট। চার দলেরই ফাইনাল খেলার সম্ভাবনা টিকে রইল।
১৬ নভেম্বর গ্রুপ পর্বের শেষ দিন বাংলাদেশ স্বাগতিক শ্রীলঙ্কার ও সিশেলস মালদ্বীপের মুখোমুখি হবে। বাংলাদেশ ও সিশেলস উভয় দলের ড্র যথেষ্ট ফাইনাল খেলার জন্য। বাংলাদেশ ও সিশেলস উভয় দল শেষ ম্যাচ হারলে চার দলেরই পয়েন্ট চার করে হবে। সেক্ষেত্রে গোল ব্যবধান হেড টু হেড বিবেচনা হবে।
স্বাগতিক শ্রীলঙ্কা ও সিশেলসের মধ্যকার ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য। ম্যাচের ৬৯ মিনিটে ম্যাচের একমাত্র জয়সূচক গোল হয়। বাকি সময় স্বাগতিক শ্রীলঙ্কা গোলের চেষ্টা করে ব্যর্থ হয়। শ্রীলঙ্কা আগের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে চার গোলে পিছিয়ে থেকে ড্র করে।
এজেড/এমএইচ