ডিআরইউ মিডিয়া ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল আগামীকাল

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেটে আজ ছিল গ্রুপ পর্বের ফাইনাল। গ্রুপের ফাইনালে জিতে কোয়ার্টার নিশ্চিত করেছে ডেইলি স্টার, বিজনেস স্ট্যান্ডার্ড, চ্যানেল আই, ইনকিলাব, আরটিভি, এনটিভি, যুগান্তর ও ভোরের ডাক।
আজ মঙ্গলবার পল্টন ময়দানে অনুষ্ঠিত ম্যাচে ঢাকা পোস্ট গত আসরের রানার্সআপ আরটিভির সঙ্গে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলে। টসে জিতে ঢাকা পোস্ট ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথম ওভারে অধিনায়ক শফিক এক ছক্কা ও চারে শুভ সূচনা করলেও ওভারের শেষ বলে টাইমিংয়ের গড়বড়ে আউট হন। শফিক আউট হওয়ার পরই ঢাকা পোস্ট চাপে পড়ে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়ে এবং রানের গতি কমে যায়। ৪ উইকেট হারিয়ে পূর্ণ ছয় ওভার খেলে ঢাকা পোস্ট ৩৯ রান করে।
এত অল্প সংগ্রহ নিয়েও ঢাকা পোস্ট আরটিভিকে শুরু থেকে বেশ চাপে রাখে। আবুল হাসনাত শাহীন উইকেট না পেলেও দুর্দান্ত দুই ওভার বল করেছেন। জসীম উদ্দিন মাহির আজও এক উইকেট নিয়েছেন। ঢাকা পোস্ট দুর্দান্ত বোলিং করলেও দুইটি গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলে ও একটি রান আউট মিস করে শেষ পর্যন্ত লড়াই করে হেরে যায়।
দিনের অন্য ম্যাচে ডেইলি স্টার ৫ উইকেটে বাংলা ট্রিবিউনকে, একই ব্যবধানে চ্যানেল আই মানবজমিনকে, এনটিভি এটিএন নিউজকে, যুগান্তর জাগো নিউজকে হারায়। বিজনেস স্ট্যান্ডার্ড ৪ উইকেটে রাইজিং বিডিকে, ইনকিলাব একই ব্যবধানে নিউজবাংলা ২৪ কে, ভোরের ডাক ৪ রানে সময় টিভিকে হারায়। ম্যাচ সেরাদের হাতে পুরস্কার তুলে দেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল সহ কমিটির আরো অনেকে।
কোয়ার্টার ফাইনাল লাইনআপ
ভোরের ডাক-ডেইলি স্টার
বিজনেস স্ট্যান্ডার্ড-আরটিভি
এনটিভি-চ্যানেল আই
ইনকিলাব-যুগান্তর
এনইউ