নাটকীয় প্রথমার্ধ শেষে পিছিয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার চার জাতির টুর্নামেন্টের ফাইনাল খেলতে বাংলাদেশের প্রয়োজন ড্র। প্রথমার্ধ শেষে বাংলাদেশ ০-১ গোলে পিছিয়ে আছে। এই স্কোরলাইন বজায় থাকলে বাংলাদেশ ও শ্রীলঙ্কা উভয়ের পয়েন্ট,গোল ব্যবধান,হেড টু হেড সমান হবে। শ্রীলঙ্কা বেশি গোল দেয়ায় ফাইনাল খেলবে।
ভারী বর্ষণে রেসকোর্স মাঠ এমনিতেই ভারী। এর উপর দ্বিতীয় ম্যাচ হওয়ায় অত্যন্ত কঠিন অবস্থা মাঠের। সেই মাঠে বাংলাদেশের বিপক্ষে শুরুতে আক্রমণ করতে থাকে শ্রীলঙ্কা। কয়েকটি গোলের সুযোগ তৈরি করে। ২৬ মিনিটে ওয়াসেক রাজ্জাক বক্সে জটলার মধ্যে প্লেসিং করেন। ভারী মাঠে বলের গতি প্রকৃতি বুঝতে পারেননি গোলরক্ষক আনিসুর রহমান জিকো।
পিছিয়ে পড়ার পর বাংলাদেশ ম্যাচে ফেরার দারুণ সুযোগ পায়। জামাল ভূইয়ার কর্ণার থেকে বাংলাদেশের আক্রমণ লঙ্কান ডিফেন্ডার গোললাইন থেকে সেভ করতে গিয়ে হ্যান্ডবল করেন। রেফারি পেনাল্টির পাশাপাশি লাল কার্ড দেখান। বাংলাদেশ দলের পেনাল্টি স্পেশালিস্ট তপু বর্মণের নেয়া পেনাল্টি শট পোস্টের অনেক উপর দিয়ে যায়।
ভারী মাঠে শ্রীলঙ্কান ফুটবলাররা কয়েকবার আহত হয়েছেন। লঙ্কান দুই ফুটবলার মাঠও ছেড়েছেন আহত হয়ে। বাংলাদেশের ফুটবলাররাও নিজেদের ভারসাম্য রাখতে হিমশীম খাচ্ছিলেন।
এজেড/এনইউ