ডিআরইউ মিডিয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন ইনকিলাব

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট-২০২১ এ চ্যাম্পিয়ন হয়েছে দৈনিক ইনকিলাব। আজ (বৃহস্পতিবার) পল্টন আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ইনকিলাব ৪ উইকেটে চ্যানেল আইকে হারায়। ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ১০৮ রানের বড় টার্গেট ছুড়ে দেয় ইনকিলাবকে।
দুই ব্যাটসম্যান ইয়াছিন রানা ও মাজহারুল ইসলামের দায়িত্বপূর্ণ ব্যাটিংয়ে এই রান টপকে সহজেই জয়ের লক্ষে পৌঁছে যায় ইনকিলাব। ৩ বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে ফারুক হোসাইনের দল। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন মাছরাঙার সিনিয়র রিপোর্টার ইনকিলাবের অতিথি খেলোয়াড় হিসেবে খেলা মাজহারুল ইসলাম।
ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট-২০২১ এ ফেয়ার প্লে ট্রফি পেয়েছে ডেইলি স্টার। চ্যানেল আই’র রাহুল রায় ২০৭ রান ও ৩ উইকেট নিয়ে বেস্ট প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। সেরা ব্যাটসম্যান ভোরের ডাকের ইমরুল কাওসার ইমন (১১৭ ও ৩ উইকেট)। সর্বোচ্চ উইকেট শিকারী নির্বাচিত হন ইনকিলাবের ফারুক হোসাইন (৮ উইকেট)। বেস্ট ফিল্ডার ইনকিলাবের মাইনুল হাসান সোহেল।
ফাইনাল ম্যাচ শেষে পুরষ্কার প্রদান অনুষ্ঠানে ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানীর সভাপিতত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক উদয় হাকিম। ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার তত্ত্বাবধানে পুরো টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়।
এজেড/এমএইচ