পাওয়ারপ্লে দীনতা চলছেই

শেষ কিছু দিনে পাওয়ার প্লে যেন বাংলাদেশের জন্য মূর্তিমান এক আতঙ্কের নাম। পাকিস্তান সিরিজেও এর ব্যতিক্রম হচ্ছে না আদৌ। শুরুর ছয় ওভারে বাংলাদেশ তুলেছে মোটে ৩৬ রান, হারিয়ে ফেলেছে দুই উইকেট।
শুরুটা হয় সাইফ হাসানের উইকেট দিয়ে। শাহিন শাহর বলে লেগ বিফোর হয়ে উইকেট হারান তিনি। এরপর নাঈম শেখও পথ ধরেন ওপেনিং সঙ্গীরই। মোহাম্মদ ওয়াসিমের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
আফিফ হোসেন ধ্রুব ও নাজমুল হোসেন শান্ত এরপর প্রতিরোধ গড়ে তোলেন। আফিফ অবশ্য শুরুতেই শাহিনশাহকে ছক্কা মেরে দারুণ প্রতি আক্রমণের ইঙ্গিত দিচ্ছিলেন। এরপর খুব বেশি আক্রমণাত্মক না হলেও দুজন মিলে গড়েছেন ২৪ বলে ৩১ রানের জুটি। তাতেই পাওয়ারপ্লে শেষে দলের রান কিছুটা ভদ্রস্থ হয়।
এনইউ