জোবের হ্যাটট্রিক, জামালের বড় জয়

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে ছেলেখেলায় মেতে উঠেছিল। গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর জোবেরের হ্যাটট্রিক সহ চার গোলে শেখ জামাল ৬-০ গোলে হারায় মতিঝিল পাড়ার ক্লাবকে। এই জয়ে শেখ জামাল পয়েন্ট টেবিলে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর ঘাড়ে নিঃশ্বাস ফেলে যাচ্ছে। তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে শেখ জামাল এখনো যুগ্মভাবে শীর্ষে। চার ম্যাচ খেললেও এখনো পয়েন্ট খাতা খুলতে পারেনি আরামবাগ।
এক ম্যাচে অনেক কীর্তি গড়ল শেখ জামাল। প্রিমিয়ার লিগে এমন সুখস্মৃতিময় দিন হয়তো কমই এসেছে তাদের। চলমান লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ জয়ের রেকর্ডটি তাদের দখলেই। এর আগে এই লিগে সর্বোচ্চ ৩-০ গোলের জয় ছিল মোহামেডানের। প্রতিপক্ষ ছিল আরামবাগ। পাঁচ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এলেন শেখ জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর জোবে। এক মাচে চার গোল করে পেছনে ফেলেছেন দুই ব্রাজিলিয়ান চট্টগ্রাম আবাহনীর নিক্সন ও বসুন্ধরা কিংসের রবসন দ্য সিলভাকে (তিন গোল করে)।
আরামবাগকে আক্রমণে যাওয়ার কোন প্রকার সুযোগই দেয়নি শেখ জামাল। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত সমানতালে খেলেছে ধানমন্ডির দলটিই। ১৪ মিনিটে রেজাউল করিমের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত এক শটে দলকে প্রথম এগিয়ে দেন গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর জোবে (১-০)। মিনিট চারেক পর প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে অনায়াসে বল জালে জড়িয়ে উল্লাস করেন আরেক গাম্বিয়ান ফরোয়ার্ড সুলাইমান সিলাহ (২-০)।
ম্যাচের ৩৫ মিনিটে ফের আরামবাগের রক্ষণ দূর্গ গোল করেন সেই সিলাহ (৩-০)। বাকি ৫৫ মিনিটের ইতিহাস কেবলি ওমর জোবের। ম্যাচের ৬০ মিনিটে সলোমন কিংস কানফর্মের বাড়িয়ে দেয়া বল আরও একবার মতিঝিল পাড়ার দলটির জাড়ে জড়ান ওমর (৪-০)। মিনিট দুয়েক পর সেই কানফর্মের সহায়তায় হ্যাটট্রিক পূর্ণ করেন জোবে (৫-০)। ম্যাচের অতিরিক্ত সময়ে মোহাম্মদ মোজাম্মেল হোসেনের ক্রসে সেই ওমর জোবে আরও একবার বোকা বানান আরামবাগের গোলকিপার আবুল কাসেম মিলনকে (৬-০)। একটি গোলও শোধ দিতে পারেনি সুব্রত ভট্টচার্যের শিষ্যরা।
এজেড/এটি/টিআইএস