ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল শুরু

প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ (রোববার)। শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। উদ্বোধনী দিনের খেলায় জয় পেয়েছে নাগরিক টিভি, যুগান্তর, মানবজমিন, বিজনেস স্ট্যান্ডার্ড, বাংলাভিশন, এটিএন বাংলা, বিটিভি ও আজকালের খবর। আগামীকাল সকাল ১১ টায় ঢাকা পোস্ট মুখোমুখি হবে দৈনিক ভোরের কাগজের।
আজ দিনের প্রথম খেলায় নাগরিক টিভি ২-১ গোলে ঢাকা প্রকাশকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের আব্দুল্লাহ শাফী, দ্বিতীয় ম্যাচে যুগান্তরের জোতির্ময় মন্ডলের হ্যাট্রিকে ৪-০ গোলে আমার বার্তাকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জোতির্ময় মন্ডল।
তৃতীয় ম্যাচে মানবজমিন টাইব্রেকারে ৪-৩ গোলে নয়া দিগন্তকে পরাজিত করে। নয়া দিগন্তের জসিম উদ্দিন রানান ম্যান অব দ্য ম্যাচ হন। চতুর্থ ম্যাচে বিজনেস স্ট্যান্ডার্ড ৩-০ গোলে একুশে টেলিভিশনকে হারিয়েছে। বিজয়ী দলের এম এম জসিম একাই ৩ গোল করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
পঞ্চম ম্যাচে বাংলাভিশন টাইব্রেকারে ৫-৪ গোলে সময়ের আলোকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বাংলাভিশনের আরিফুল হক। ষষ্ঠ ম্যাচে এটিএন বাংলা ৪-০ গোলে অবজারভারকে হারিয়ে সহজ জয় তুলে নেয়। বিজয়ী দলের কামরুজ্জামান রাজিব ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন।
এবারের আসরে ৫০টি মিডিয়া হাউজ অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে ৫০টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকরা খেলাধুলার প্রতিও বেশ মনোযোগি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র এত বড় ফুটবল আয়োজন প্রশংসার দাবিদার। তিনি বলেন, শুধু ঢাকা শহরেই নয় সাংবাদিকদের এই ফুটবল প্রতিযোগিতা ঢাকার বাইরে বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে আয়োজন করলে এর ব্যাপকতা আরো বেড়ে যায়।
ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব কর্পোরেট ব্র্যান্ড নূরুল আফসার বলেন, পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় এই সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পেরে আনন্দবোধ করছি। এ ধরণের আয়োজনে ভবিষ্যতেও প্রাণ-আরএফএল গ্রুপ ডিআরইউ’র পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (জনসংযোগ) তৌহিদুজ্জামান, ডিআরইউ সহ-সভাপতি ওসমান গনি বাবুল, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, কার্যনির্বাহী সদস্য এম এম জসিম, মো: মাহবুবুর রহমান, রফিক রাফি, সাবেক ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম, ক্রীড়া উপ-কমিটির সিনিয়র সদস্য হাসান উল্লাহ খান রানা, রায়হান আল মুঘনি, জাহেদ হোসেন খোকন, রাশিদা আফজালুন নেসা ও আরাফাত জোবায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।
এজেড/এমএইচ