বড় ক্ষতি হয়নি সোলোজানোর

তার টেস্ট অভিষেকের স্বপ্ন সত্যি হয়েছিল গতকাল। দীর্ঘ পরিসরের ক্রিকেটে পা রাখার দিনেই কি না এত বড় এক দুর্ঘটনার মুখে পড়ে গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার জেরেমি সোলোজানো! মাথায় বলের আঘাত পেয়ে অ্যাম্বুলেন্সে করে ছেড়েছিলেন মাঠ। তবে ডাক্তাররা অভয় দিয়েছেন, বড় কোনো ক্ষতি হয়নি তার।
স্বপ্নপূরণের দিনে সোলোজানো দুঃস্বপ্নের মুখে পড়েন দিনের ২৪তম ওভারে। রস্টন চেজ একটা শর্ট ডেলিভারিতে কুপোকাত করার চেষ্টা করেছিলেন দ্বিমুথ করুনারত্নেকে। কিন্তু চেজের সে চেষ্টা সফল হতে দেননি লঙ্কান ব্যাটার। পুল করে জবাব দেন তার। তবে তা গিয়ে সরাসরি আঘাত হানে শর্ট লেগে ফিল্ডিং করা জেরেমি সোলোজানোর হেলমেটের গ্রিলে।
সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। জ্ঞান থাকলেও বেশ কিছু মুহূর্ত তিনি পড়ে ছিলেন মাটিতেই, তাতে মাঠে উপস্থিত সবার শঙ্কা আরও বেড়েছে বৈকি। তবে তখনো মেডিক্যাল দল চালিয়ে গেছে তার সেবা। যখন তার সেবা চলছে, দুই দলের খেলোয়াড়রাই তখন বেষ্টনী বানিয়ে আড়ালে রেখেছিলেন তাকে। এর একটু পর তাকে কথাও বলতে দেখা যায় তাকে।
তোয়ালে দিয়ে তার মাথা ঢেকে এরপর তাকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। তার কিছু পরেই সীমানাদড়ির কাছে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে করে তাকে নেওয়া হয় হাসপাতালে।
সেখানেই স্বস্তির খবর পায় দুই দল। সোলোজানোর বড় কোনো ক্ষতি হয়নি। স্ক্যানের ফলাফল হাতে আসতেই মেলে এই খবর। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানায়, তার খুলিতে, বা মস্তিষ্কে কাঠামোগত কোনো ক্ষতি হয়নি। তবে সেখানে কর্তব্যরত ডাক্তাররা সতর্কতার জন্য গতকাল রাতে তাকে হাসপাতালে রেখেছিলেন।
সোলোজানো ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ থেকে উঠে এসেছেন। খেলেছেন ৪০টি প্রথম শ্রেণির ম্যাচও। ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও খেলেছেন সোলোজানো।
এনইউ