বাংলাদেশের হারের পর শিশুর কান্না, ক্রিকেটাররা বুঝবেন কবে?

হারের পর হার। আবার ঘুরেফিরে সেই হারই। বাংলাদেশ যেন বের হতে পারছে না এই বৃত্ত থেকে। একটু সমালোচনা হলেই আবেগী হয়ে পড়েন ক্রিকেটাররা। সমালোচকদের আয়না দেখতে বলেন কেউ কেউ।
তাদের চাইলে আজকের একটা ছবি দেখিয়ে দেওয়া যায়। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ছবিটা এরপরের। শেষ বলে গড়ানো ম্যাচটি হেরে যায় মাহমুদউল্লাহ রিয়াদের দল।
এরপরই চোখ বেয়ে পানি গড়ায় ছোট্ট শিশুটির। স্টেডিয়ামের গ্যালারির রেলিংয়ের মাথাটা হেলিয়ে দিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। চোখ দেখে মনের ভাষাটা পড়া গেল যন্ত্রণাটা বুঝা যেত ঠিকঠাক। তবে হয়তো তার মনে তখন চলছিল, ‘কবে জিতবে বাংলাদেশ?’
দল হারতেই পারে। হার-জিত থাকবেই খেলাধুলায়। কিন্তু ক্রিকেটারদের মধ্যে ‘জেতার স্পৃহা’টা যে দেখতে চান দর্শকরা। নিবেদন নিয়ে যেন বাইরে থেকে প্রশ্ন না ওঠে, এই চেষ্টাটুকুও তো ভীষণ দরকার। এটুকু নিশ্চয়ই খুব বড় কোনো চাওয়া নয়। ক্রিকেটাররা সেটা কবে বুঝতে পারবেন কে জানে!
এমএইচ