‘পারফর্মারদের মূল্যায়ন’ করবেন নির্বাচক রাজ্জাক

দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় দল নির্বাচনের দায়িত্ব সামলাচ্ছেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। অবশেষে ২ জনের জাতীয় নির্বাচকের প্যানেল বেড়ে ৩ জনের হয়েছে। নতুন নির্বাচক হিসেবে আব্দুর রাজ্জাককে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত রাজ্জাক। ঘরোয়া ক্রিকেটের পারফরর্মারদের মূল্যায়ন করতে চান তিনি।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকের চেয়ারে বসতে যাচ্ছেন রাজ্জাক। সেই গুঞ্জন সত্যি হয়েছে। ২৭ জানুয়ারি বিসিবি সভায় সিদ্ধান্ত হয়েছে, আগের দুই নির্বাচকের সঙ্গে নতুন নির্বাচক হিসেবে যোগ দিচ্ছেন এই বাঁহাতি স্পিনার। রাজ্জাকের নির্বাচক হওয়ার খবরটি বুধবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বিসিবি। তবে ঠিক কবে থেকে রাজ্জাক দল নির্বাচনের কাজ শুরু করবেন, সেটি এখনো চূড়ান্ত নয়।
নতুন দায়িত্ব পেয়ে গণমাধ্যমকে রাজ্জাক বলেন, ‘এখনো তো জানি না কবে থেকে দায়িত্ব শুরু হবে। তবে দায়িত্ব নেওয়ার পর লক্ষ্য থাকবে পারফর্মারদের মূল্যায়ন করা।’
২০০৬ সালে বাংলাদেশের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রাজ্জাকের। লাল-সবুজের প্রতিনিধি হয়ে ১৫৩টি একদিনের ম্যাচে মাঠে নেমেছেন তিনি। ১৩টি টেস্টের সঙ্গে ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে রাজ্জাকের। তবে ২০১৮ সালের পর বাংলাদেশ হয়ে খেলতে পারেননি তিনি। সর্বসাকুল্য ২৭৮টি উইকেটে থমকে গেছে বাঁহাতি এই স্পিনারের ক্যারিয়ার। কিন্তু জাতীয় দলে সুযোগ না মিললেও ঘরোয়া ক্রিকেটে সক্রিয় তিনি, নেতৃত্বও দেন নিয়মিত।
সবশেষ জাতীয় ক্রিকেট লিগেও বল হাতে ৩১টি নিয়েছেন রাজ্জাক। বাংলাদেশ ক্রিকেট লিগে ২২টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন তিনি। গত মার্চে এক রাউন্ড পর বন্ধ হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডান স্পোর্টিংয়ের নাম লিখিয়েছিলেন রাজ্জাক। প্রশ্ন উঠেছে, নির্বাচক হওয়ার পর খেলা চালিয়ে যাওয়ার বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন তিনি?
জবাবে রাজ্জাক জানান, ‘খেলা ছাড়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। বোর্ড থেকে জেনেছি নির্বাচিক হওয়ার বিষয়টি, তবে এখনো জানানো হয়নি কবে থেকে কাজ শুরু করতে পারব। বোর্ডের তো একটি কোড অব কন্ডাক্ট আছে। সেটি হাতে পাওয়ার পরেই আসলে খেলা, না খেলার বিষয়ে সিদ্ধান্ত নেব।’
টিআইএস/এটি