গ্রুপ ফাইনালে ঢাকা পোস্টের প্রতিপক্ষ বিটিভি

প্রাণ ডিআরইউ মিডিয়া কাপ ফুটবলে আগামীকাল বৃহস্পতিবার গ্রুপ ফাইনাল ম্যাচ। ডি গ্রুপের ফাইনাল ম্যাচে ঢাকা পোস্টের প্রতিপক্ষ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
আজ বুধবার দুপুরে শহীদ ক্যাপ্টেন (অব.) মনসুর আলী স্টেডিয়ামে বাংলাদেশ টেলিভিশন ও নিউ এজের ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ হয়। নির্ধারিত সময়ে ম্যাচটি গোলশূন্য ড্র হয়। টাইব্রেকারে দুই দল পাঁচটি করে শট নেয়। সেখানেও ২-২ সমতায় শেষ হয়। সাডেন ডেথের চতুর্থ শটে নিউ এজ মিস করে এবং বাংলাদেশ টেলিভিশন গোল করে গ্রুপ ফাইনালে উঠে।
বাংলাদেশ টেলিভিশন প্রথম ম্যাচে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিপক্ষে জয় পায়। নিউ এজ হারিয়েছিল নিউজ২৪ কে। অন্যদিকে ঢাকা পোস্ট আবুল হাসনাত শাহীনের একমাত্র গোলে গতবারের কোয়ার্টার ফাইনালিস্ট দৈনিক ভোরের কাগজের সঙ্গে জয় পায়।
এজেড/এটি