দলবদলে রঙ ছড়াল মোহামেডান

দেড় মাসের বেশি সময় ধরে চলছে ঘরোয়া ফুটবলের দলবদল। আগামীকাল দেশি-বিদেশি ফুটবলার নিবন্ধনের শেষ দিন। এর আগের দিন দলবদল খানিকটা রাঙিয়েছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। আজ শেখ রাসেল ,পুলিশ ফুটবল ক্লাব, সাইফ স্পোটিং আনুষ্ঠানিক দলবদল করলেও একমাত্র মোহামেডানই দলবদলের আমেজ দিয়েছে।
বাফুফে ভবন থেকে সামান্য দূরত্বে মোহামেডান ক্লাবের টেন্ট। সেখান থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে, প্রায় শ’খানেক সমর্থক নিয়ে বাফুফে ভবনে আসে সাদা কালো দলটি। সাদা কালো টি-শার্টেও ছিল নতুনত্ব। মোহামেডান লিগ শিরোপা জয়ের সালগুলো লেখা ছিল টি-শার্টের উপর।
বাংলাদেশের ফুটবলের রঙিন দিনগুলোতে অনেক গল্প ছিল দলবদলের সময়। গত এক দশকের বেশি সময় যাবৎ দলবদল অনেকটা রঙহীন। মাঝে আবাহনী-মোহামেডানের মতো দলও শুধু খেলোয়াড় তালিকা ফেডারেশনে জমা দিয়ে গেছে। মোহামেডান গত দুই মৌসুম যাবৎ কিছুটা আড়ম্বরভাবে দলবদলে অংশগ্রহণ করছে।
আজও এর ধারাবাহিকতা ছিল। ক্লাবের সমর্থক ছাড়াও কয়েকজন খেলোয়াড়, সিনিয়র কর্মকর্তা, কোচিং স্টাফের অনেকেই এসেছিলেন দলবদলে। বাফুফের সাবেক সদস্য ফজলুর রহমান বাবুল গত নির্বাচনের পর আজই প্রথম ফেডারেশনে এসেছিলেন মোহামেডানের কর্মকর্তা হয়ে।
২০০২ সালের পর থেকে মোহামেডানের লিগ শিরোপা নেই। আসন্ন মৌসুমেও কাগজে-কলমে মোহামেডান পাচ-ছয় নম্বরে। এরপরও মোহামেডানের অস্ট্রেলিয়ান কোচ শেন লী গতবারের চেয়ে ভালো করতে চান, ‘আমরা গত আসরে এক পয়েন্টের জন্য চতুর্থ হতে পারিনি। এবার অবশ্যই চতুর্থ এবং এর চেয়ে উপরে উঠার লক্ষ্য।’ গত আসরের চেয়ে এবার দলকে ভালো বলছেন শেন, ‘গত বার আমাদের স্কোরিংয়ে সমস্যা ছিল। এবার সেখানে ভালো মানের বিদেশি নিয়েছি’।
মোহামেডান গত আসরের বিদেশিদের মধ্যে শুধু মালির সুলেমান দিয়াবাতেকে রেখেছে। নতুন তিন বিদেশি এনেছে মেসোডোনিয়ান, নাইজেরিয়ান থেকে। নতুন তিন বিদেশি ভিসা জটিলতায় স্বাধীনতা কাপে খেলতে পারবেন না। এক বিদেশি নিয়েই স্বাধীনতা কাপ লড়তে চান শেন, ‘এক বিদেশি নিয়েই আমাদের লড়তে হবে স্বাধীনতা কাপ। বিদেশিরা আগামী মাসে আসবে।’
এক যুগ পর আবার মোহামেডানে ফিরেছেন মামুনুল ইসলাম। মোহামেডানের হয়ে দলবদলে আসা মামুনুলের প্রতিক্রিয়া, ‘মোহামেডান গত দুই বছর যাবৎ ভালো পারফরম্যান্স করছে। আমার চেষ্টা থাকবে দলের পারফরম্যান্স যেন আরো ভালো হয় সেই দিকে চেষ্টা করা।’ মোহামেডানের নতুন পরিচালনা পর্ষদ ক্রিকেট, হকিতে তারকা খেলোয়াড় নিয়েছে অনেক। সেই তুলনায় ফুটবলে তেমন তারকা খেলোয়াড় নেই। মামুনুল ছাড়া জনপ্রিয় ও খুব তারকা ফুটবলার নেই।
এজেড/এটি