সুপ্তার শতক অধ্যবসায় ও নিবেদনের ফল : সালাউদ্দিন

বাংলাদেশ নারী ক্রিকেট দলের হয়ে একদিনের ম্যাচে প্রথম সেঞ্চুরিয়ান শারমিন আক্তার সুপ্তা। বাংলাদেশের ক্রিকেটের জন্য গতকালের দিনটি ছিল বিশেষ। ক্রিকেট সংশ্লিষ্ট অন্য সবার চেয়ে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে সুপ্তার শতকটি আরও একটু আলাদা।
বাংলাদেশের নারী ক্রিকেট দলের ওপেনার সুপ্তার অন্যতম অভিভাবক তিনি। খুব কাছ থেকে এই ওপেনারের সংগ্রাম, নিবেদন দেখেছেন তিনি। সুপ্তার মানসিক দৃঢ়তা বিশেষভাবে চোখে পড়েছে সালাউদ্দিনের, ‘সুপ্তা তার বাবাকে হারিয়েছে বছর খানেক আগে। সে পরিবারের বড় সন্তান। পরিবারের দায়িত্ব ছিল তার কাঁধে। এর পাশাপাশি একাডেমিক পড়াশোনা ছিল (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের স্নাতকোত্তর পরীক্ষা)। পরিবার, পড়াশোনার চাপের মধ্যেও সে ক্রিকেটের প্রতি মনোযোগ রেখেছে দারুণভাবে। মানসিক শক্তির দৃঢ়তা ছাড়া কোনোভাবেই সেটা সম্ভব ছিল না।’
সুপ্তার এই কঠিন সময়ে সালাউদ্দিনও তার পরিবারের পাশে ছিলেন সবসময়। সুপ্তা সালাউদ্দিনের পরিবারের অবিচ্ছেদ্য অংশ এখন, ‘আমার ছেলে সুপ্তাকে নিজের বোনইভাবে। আমার স্ত্রী ওর বিকেএসপির শিক্ষক। সুপ্তা ও আমি উভয়ে জাহাঙ্গীরনগরের অ্যালামনাই। সব কিছু মিলিয়ে সুপ্তা আমার পরিবারের অংশ হয়েই আছে। ওর কঠিন সময়ে আমরা পাশে ছিলাম সর্বাত্মকভাবে।’ বলেন সালাউদ্দিন।
সুপ্তার শতককে অধ্যাবসায় ও নিবেদনের ফল হিসেবে দেখছেন সালাউদ্দিন, ‘অনেক নিবেদন ও অধ্যাবসায়ের ফল এই সেঞ্চুরি। মাঠে ও মাঠের বাইরে তাঁর অনেক চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জগুলোতে সে কখনো হার মানেনি। বার বার চেষ্টা করে গেছে, সেই চেষ্টার ফলই এই শতক।’
বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসের অংশ এখন সুপ্তা। এমন ইতিহাসের পর সালাউদ্দিনের প্রতিক্রিয়া, ‘সাধারণত আমার ছাত্রদের ভালো পারফরম্যান্সের সময় আমি খুব খুশি বা উচ্চাশা প্রকাশ করি না। সুপ্তার ক্ষেত্রেও তেমনটি তবে তার সংগ্রামটা ছিল ভিন্ন ধরনের। সংগ্রাম ও সাফল্য দুটিই দেখলাম তাই অনুভূতিটা ভিন্ন ধরনের।’
বাংলাদেশের ক্রিকেটের অন্যতম শীর্ষ কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সাকিব-তামিমরা তাদের কঠিন সময়ে ছুটে আসেন সালাউদ্দিনের পরামর্শের জন্য। সালাউদ্দিনের পরিবারের অংশ হয়েও ব্যাট-বল নিয়ে সুপ্তার সঙ্গে খুব বেশি কোচিংয়ে সময় কাটেনি তার।
তিনি বলছিলেন, ‘সরাসরি কোচিংয়ের চেয়ে ক্রিকেট ও খেলাধুলা নিয়ে আলোচনা হয় অনেক বেশি। ব্যাটিং বা ক্রিকেটের কোনো সমস্যা হলে পরামর্শ দিতাম। ব্যাটসম্যান হিসেবে যথেষ্ট প্রতিভাবান। প্রতিভার স্বাক্ষর সে রাখছে।’
সালাউদ্দিনের শিষ্য সাকিব মুশফিক বিশ্ব সেরাদের কাতারে। সুপ্তাকে নিয়ে ভালো কিছুর প্রত্যাশা তার, ‘এই পারফরম্যান্সের ধারাবাহিকতা রাখার সক্ষমতা তার রয়েছে। মনযোগ, ফর্ম, ফিটনেস ঠিক থাকলে নারী ক্রিকেটে আরো অনেক অবদান রাখতে পারবে।’
এজেড/এমএইচ