‘অবশেষে’ ৭১টিভি চ্যাম্পিয়ন

প্রাণ ডিআরইউ মিডিয়া ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে ৭১ টিভি। আজ (শনিবার) শহীদ ক্যাপ্টেন (অব.) মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে চ্যানেল আইকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতে তারা। নির্ধারিত সময়ে ম্যাচটি গোলশূন্য ড্র ছিল।
টাইব্রেকারের সময় রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে জটিলতা সৃষ্টি হয়। ৭১ টিভি তাদের চতুর্থ শট নেওয়ার সময় রেফারি ম্যাচের শেষ বাঁশি বাজিয়ে দেন। শিরোপা উল্লাসে মাতে ৭১ টিভি।
কয়েক মিনিটের মধ্যেই রেফারি হিসাব করে দেখেন ৭১ টিভির জয় নিশ্চিত হয়নি। ৭১ টিভিকে শট নিতে হবে। প্রতিপক্ষ দল চ্যানেল আইও প্রতিবাদ জানায়।
রেফারি পুনরায় ৭১ এর চতুর্থ টাইব্রেকার থেকে খেলা শুরুর আহ্বান জানায়। ৭১ টিভি শিরোপা উল্লাসে মাতায় আবার খেলায় ফিরতে অস্বীকৃতি জানায়। টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে আসা তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান দফায় দফায় দুই দলের সঙ্গে কথা বলেন। দুই দলই দলের অবস্থানে অনড় থাকে। ডিআরইউ সভাপতি, সাধারণ সম্পাদক, ক্রীড়া সম্পাদকও দুই দলের সঙ্গে আলোচনা করেন। এক ঘণ্টার বেশি সময় আলোচনার পর ৭১ টিভি খেলায় ফিরতে রাজি হয়।

চতুর্থ শটে মনিরুল মিল্লাত গোল করলে ৭১ টিভি চ্যাম্পিয়ন হতো। মিল্লাতের শট পোস্টের বাইরে দিয়ে যায়। চ্যানেল আই ২-১ গোলে পিছিয়ে থাকায় টাইব্রেকারের পঞ্চম শটে গোল করতেই হতো ম্যাচে ফিরতে হতো। চ্যানেল আই শেষ শট মিস করায় ৭১ টিভি চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল শেষে প্রধান অতিথি পুরস্কার প্রদান করেন। ম্যান অফ দ্য ফাইনাল হন ৭১ টিভির মনিরুল মিল্লাত, ম্যান অফ দ্য টুর্নামেন্ট চ্যানেল ২৪ এর সাদমান সাকিব, টুর্নামেন্টের ফেয়ার প্লে পায় ইনকিলাব।
এজেড/এমএইচ