‘বিপজ্জনক’ ফাওয়াদকে ফেরালেন তাইজুল

তৃতীয় দিনের শুরুর সেশনটা দারুণই কাটছে বাংলাদেশের। দিনের শুরুর ওভারে দুই উইকেট তুলে নিয়েছিলেন তাইজুল ইসলাম, সেই তাইজুলই এবার তুলে নিলেন ফাওয়াদ আলমকে।
শেষ কিছুদিনে ফাওয়াদ আলম আছেন আগুনে ফর্মে। আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ১১ ইনিংসে ৫৭ গড়ে করেছেন ৫১৩ রান। বাংলাদেশে পা রাখার এক ইনিংস আগেও ঘরোয়া ক্রিকেটে সিন্ধের হয়ে খাইবার পাখতুনখওয়ার হয়ে করেছেন সেঞ্চুরি আর অপরাজিত এক ফিফটি। এমন এক ব্যাটারকে নিয়ে বিপদের শঙ্কা না থেকেই যায় না। সেই ফাওয়াদকেই তাইজুল ফেরালেন থিতু হওয়ার আগেই।
৭৭তম ওভার করতে আসা তাইজুল শুরুর বলটা অফ স্টাম্পের খানিকটা বাইরে পড়ে গড়পড়তা বাঁক নেয়, সেটা ভালোভাবেই ডিফেন্ড করেন ফাওয়াদ। পরেরটা হলো ফুলার লেন্থে। সেটাও জায়গায় দাঁড়িয়েই ঠেকান পাক এই ব্যাটার। তৃতীয় বলটা প্রথমটার মতোই অফ স্টাম্পের বাইরে পড়ে তীক্ষ্ণ বাঁক নিয়ে ঢুকে গেল ভেতরে, চমকে দিল ফাওয়াদকে। হকচকিয়ে গিয়ে ডিফেন্সে গড়বড় হলো তার, গ্লাভস ছুঁয়ে ক্যাচ গিয়ে দুইবারের চেষ্টায় জমা পড়ল উইকেটরক্ষক লিটনের হাতে।
শুরুতে অবশ্য আউট দেননি অন ফিল্ড আম্পায়ার। পরে বাংলাদেশের রিভিউতে স্নিকোমিটার জানান দেয় লিটনের তালুবন্দি হওয়ার আগে বলটা ছুঁয়ে গেছে ফাওয়াদের গ্লাভস। তাতেই বাংলাদেশ পেয়ে যায় দিনের চতুর্থ উইকেটের দেখা।
এনইউ