এবার রিজওয়ানকে ফেরালেন এবাদত

সকালের সেশনটা ছিল বাংলাদেশের। আরেকটু স্পষ্ট করে বললে বাংলাদেশি দুই স্পিনারের। মধ্যাহ্ন বিরতির পরই দৃশ্যপটে এলো পরিবর্তন। এবার স্পিনারদের সঙ্গে যোগ দিলেন পেসাররাও। এবাদত হোসেন তুলে নিলেন পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে।
মধ্যাহ্ন বিরতির আগে পাকিস্তানের চারটা উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। তাইজুল শিকার করেছেন তিনটি, আর মিরাজ তুলে নিয়েছেন একটি উইকেট। বিরতির পরেই তাদের সঙ্গে উইকেটশিকারীর তালিকায় নাম লেখালেন এবাদত।
পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন তিনি। উইকেটটা নিয়েই স্বভাবসুলভ স্যালুট উদযাপনে মেতেছেন এবাদত। আর আউট হওয়ার আগে রিজওয়ান করেছেন ৩৮ বলে ৫ রান।
এনইউ