কঠিন কন্ডিশনে জমছে ব্যাট-বলের লড়াই

বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের ফল অনেকটাই ড্রয়ের দিকে এগুচ্ছে। মিরপুরে শনিবার শুরু হওয়া ম্যাচে বৃষ্টির কারণে খেলা হয় ৫৭ ওভারে, রোববার দ্বিতীয় দিনে সাকুল্য ৬.২ ওভার খেলা হওয়ার পর পরিত্যক্ত হয়ে যায় দিনের খেলা, সোমবার তৃতীয় দিন তো কোন বলই মাঠে গড়ায়নি। আজ (মঙ্গলবার) ম্যাচের চতুর্থ দিনে নির্দিষ্ট সময়েরও দেড় ঘণ্টা পর শুরু হয়ে খেলা।
আগের তিনদিন মিলিয়ে সাকুল্য ৬৩ ওভার ব্যাট করা পাকিস্তান আজ চতুর্থ দিনে ব্যাট করতে নেমে প্রথম সেশনে তুলেছে ৫৩ রান। দাপট দেখিয়েছেন বাংলাদেশি বোলাররা। হিসেবি বোলিংয়ে তুলে নিয়েছেন প্রতিপক্ষের ২ উইকেট। চতুর্থ দিনের প্রথম সেশনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ২৪১ রান। মোহাম্মদ রিজওয়ান ২৬ ও ফাওয়াদ আলম ১৯ রান নিয়ে দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন।
মূলত ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব পড়েছে মিরপুর টেস্টে। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ চট্টগ্রামে ৮ উইকেটে জিতে সিরিজে এগিয়ে আছে পাকিস্তান। হোম অব ক্রিকেটে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে মাঠে নামে টাইগাররা। তবে প্রকৃতির বিরূপ প্রভাবে কাজটি কঠিন হয়ে গেছে অধিনায়ক মুমিনুল হকের দলের জন্য।
২ উইকেট হারিয়ে ১৮৮ রান আজ ম্যাচের চতুর্থ দিন শুরু করে পাকিস্তান। অধিনায়ক বাবর আজম ৭১ ও আজহার আলি ৫২ রানে অপরাজিত থেকে আবার ব্যাটিং শুরু করেন। এই দুই ব্যাটসম্যানকে সুবিধা করতে দেননি বাংলাদেশের দুই পেসার এবাদত হোসেন ও খালেদ আহমেদ। সকালের মেঘলা আবহাওয়া কাজে লাগিয়ে উইকেট থেকে সুবিধা আদায় করে দেন দুই জন।
ফল আসে দিনের দ্বিতীয় ওভারেই। একটু নিচু হয়ে আসা খাটো লেন্থের বলে সর্বনাশ হলো আজহারের। পুল করতে গিয়ে ব্যাট -বলে হয়নি, বল ব্যাটের কোণায় লেগে উঠে যায় আকাশে, তারপর অনায়াসেই তা গিয়ে জমা পড়ে লিটন দাসের হাতে। বাংলাদেশ পেয়ে যায় দিনের প্রথম উইকেটের দেখা।
এবাদতের পর দৃশ্যপটে খালেদ। নিজের টেস্ট ক্যারিয়ারে আগের দুই ম্যাচে কোন উইকেটের দেখা পাননি খালেদ। প্রায় আড়াই বছর পর পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্ট দিয়ে একাদশে সুযোগ পান। উইকেটের খাতা খোলেন অধিনায়ক বাবরকে ফিরিয়ে।
ইনিংসের ৬৮তম ওভারে খালেদের করা পঞ্চম বলটা খানিকটা নিচু হয়ে গেল বাবর পর্যন্ত যেতে যেতে। তাতেই ধোঁকা খেয়ে গেলেন যেন পাক অধিনায়ক। সামলাতে পারলেন না, পারলেন না ঠেকিয়ে দিতেও; বলটা গিয়ে সোজা আঘাত হানলো তার প্যাডে। এলবিডব্লিউর জোরালো আবেদন উঠল। আম্পায়ার মাইকেল গফ তর্জনি তুলে দিতে দ্বিধা করলেন না একটুও। ১১২২ দিন পর প্রথম আন্তর্জাতিক উইকেটের আনন্দে ভাসলেন খালেদ।
পরে মোহাম্মদ রিজওয়ান ও ফাওয়াদ আলমের ব্যাটে মধ্যাহ্নভোজের আগের সেশন পার করে পাকিস্তান। তাদের অবিচ্ছেদ্য ৪৫ রানের পার্টনারশিপে চতুর্থ দিনের প্রথম সেশনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ২৪১ রান। মোহাম্মদ রিজওয়ান ২৬ ও ফাওয়াদ আলম ১৯ রান নিয়ে দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন।
টিআইএস/এটি