হারল মোসাদ্দেকের দলও

প্রথম ম্যাচে দারুণ জয়ের পর টি-টেন লিগে দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশের নাসির হোসেনের দল। একই পথে হাঁটল এই লিগে আরেক বাংলাদেশি ক্রিকেটারের নেতৃত্বাধীন দল মারাঠা অ্যারাবিয়ান্সও।
আগের ম্যাচে শেষ দুই বলে চার মেরে দলকে জিতিয়েছিলেন মোসাদ্দেক হোসেন। শুক্রবারের ম্যাচেও ব্যাট হাতে রান পেয়েছেন তিনি। তবে জয় পায়নি তার দল। দিল্লি বুলসের কাছে ৩০ বল আগেই ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে মারাঠা।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি। আগে ব্যাট করতে নেমে বাজে শুরু হয় মারাঠার। ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন ওপেনার আব্দুল শাকুর। চার ওভার শেষ হওয়ার আগেই তিন উইকেট হারিয়ে ফেলে তারা, রান তখন মাত্র ২৬।
এরপরই ব্যাটিংয়ে আসেন মোসাদ্দেক হোসেন। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৫ চার ও ১ ছক্কায় ২২ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন তিনি। ৫ বলে ৬ রান করে অপরাজিত থাকেন ইশান মিত্রা। শেষ পর্যন্ত নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৭ রানে থামে মারাঠার ইনিংস।
ছোট লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে ফেলে দিল্লি। ২ বলে ৪ রান করে সাজঘরে ফেরত যান রহমানউল্লাহ গুরবাজ। এরপর অবশ্য আর কোনো উইকেট হারায়নি দলটি।
৭ ছক্কা ও ২ চারে এভিন লুইসের ১৬ বলে ৫৫ ও ৫ চারে রবি বোপারার ১২ বলে ২৮ রানের ইনিংসের ওপর ভর করে ৩০ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় মারাঠা। বাংলাদেশিদের মধ্যে মুক্তার আলি এক ওভারে ৩৩ ও সোহাগ গাজী ১৫ রান দিয়ে কোনো উইকেট পাননি।
এমএইচ