সাফ অ-১৯ : শিরোপায় চোখ বাংলাদেশের

পুরুষ ফুটবলে ব্যর্থতা নিত্যসঙ্গী। সেখানে উল্লাসের উপলক্ষ্য নারী ফুটবল। আগামী পরশু থেকে শুরু হতে যাওয়া আসন্ন সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের লক্ষ্য শিরোপা জয়।
শনিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে পাঁচ দেশের এই টুর্নামেন্ট। প্রথম দিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে। টুর্নামেন্টের শিরোপায় চোখ রেখেই বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এলেন অধিনায়ক মারিয়া মান্ডা ও সহ-অধিনায়ক আখি খাতুন।
মারিয়া মান্ডা বলেন, ‘বিগত দিনে আমরা যে পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছি, সে ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আমরা খেলে দর্শকদের আনন্দ দিতে চাই এবং চ্যাম্পিয়ন হতে চাই।’
সহ অধিনায়ক আঁখি খাতুনের কথাও একই রকম, ‘এই টুর্নামেন্টের জন্য আমরা অনেক পরিশ্রম করেছি, কষ্ট করেছি। আগের ধারাবাহিকতা বজায় রেখে চ্যাম্পিয়ন হতে চাই।’
একই বিশ্বাস কোচ গোলাম রব্বানী ছোটনেরও, ‘৩০ সেপ্টেম্বর থেকে আমরা অনুশীলন করছি। উজবেকিস্তানে আমরা শক্তিশালী দলের বিপক্ষে খেলেছিলাম। তারপর থেকে ডেভেলপমেন্ট কার্যক্রম চলছে। ঘরের মাঠের এই টুর্নামেন্টে আমাদের মেয়েরা ভালো খেলে দর্শকদের আনন্দ দেবে এবং চ্যাম্পিয়ন হবে বলেই বিশ্বাস করি।’
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম আসর বসতে যাচ্ছে ঢাকায়। এর আগে এই টুর্নামেন্ট হয়েছিল অনূর্ধ্ব-১৮ বয়সের। ২০১৮ সালের পর আর টুর্নামেন্ট হয়নি করোনার কারণে। তাই এবার অনূর্ধ্ব-১৯ করছেন সাফ কর্তৃপক্ষ। রাউন্ড রবিন লিগে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে- বিকাল ৩টায় এবং সন্ধ্যা ৭টায়। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান।
সফরকারী চারটি দলই বিভিন্ন হোটেলে থাকছে। বাংলাদেশ দল শুধুমাত্র বাফুফে ভবনে থাকছে। দলকে ভবনে রাখার পেছনে বাফুফের মহিলা উইংয়ের ব্যাখ্যা, ‘মেয়েদের হোটেলে রাখতে অর্থ কোনো সমস্যা নেই। এখানে তাদের স্বাচ্ছন্দ্য। তাই এখানে রাখা হয়।’ বিদেশে এই মেয়েরা হোটেলে থেকেই খেলে। বাংলাদেশে আন্তর্জাতিক টুর্নামেন্টের সময় সেই রীতি অনুসরণ করাই শ্রেয়।
টুর্নামেন্টে বাংলাদেশের সূচি:
১১ ডিসেম্বর বাংলাদেশ বনাম নেপাল (সন্ধ্যা ৭টা)
১৩ ডিসেম্বর, বাংলাদেশ বনাম ভুটান (বিকাল ৩টা)
১৭ ডিসেম্বর, বাংলাদেশ বনাম ভারত (বিকাল ৩টা)
১৯ ডিসেম্বর, বাংলাদেশ বনাম শ্রীলংকা (সন্ধ্যা ৭টা)
ফাইনাল ম্যাচ হবে ২২ ডিসেম্বর
এজেড/এমএইচ