মিডিয়া কাপ ব্যাডমিন্টন শুরু

আজ রোববার (১২ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১’। চারদিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী দিনে জয় পেয়েছেন রাইজিংবিডির রেজাউল করিম, দেশ টিভির জয়নাল আবেদিন ও এটিএন বাংলার হাসিবুল হাসান। এবারের এই ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় নারী ও পুরুষের চারটি ক্যাটাগরিতে ৪৫টির বেশি গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে ব্যাডমিন্টনপ্রেমী প্রায় ৩০০ প্রতিযোগী অংশ নিয়েছেন।
পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক ও মিশ্র দ্বৈত ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। নকআউট ভিত্তিতে হচ্ছে খেলা। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স-আপদের জন্য থাকছে প্রাইজমানি ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। এ ছাড়া ফরাজী হাসপাতালের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের জন্য ফ্রি মেডিকেল চেকআপ ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের জন্য ডেন্টাল চেকআপ।
দুপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন টাইটেল স্পন্সর ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস এন্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় কুইন অব হার্টসের পরিচালক বোরহান আজাদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বিশিষ্ট শিল্পি ঐশী ও ইকবাল বিন আনোয়ার ডন গান পরিবেশ করেন। উপস্থিত সবাই দুই জনের গান উপভোগ করেন।
এজেড/এমএইচ