আর্জেন্টাইন ডিফেন্ডারের গলায় বেল্ট বেঁধে অপমান, বাসায় ডাকাতি

একসময় খেলতেন ম্যানচেস্টার সিটির হয়ে। আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডির বর্তমান ঠিকানা পর্তুগালের ক্লাব বেনফিকা। দলটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। কিন্তু সোমবার এক বিভীষিকার মুখেই পড়তে হয়েছে ওটামেন্ডিকে।
৩৩ বছর বয়সী তারকার পরিবারের সামনে গলায় বেল্ট বেঁধে অপমান করা হয়েছে। লুট করা হয়েছে তার বাসার বিভিন্ন জিনিসপত্রও। এসব খবর দিয়েছে পর্তুগালের পত্রিকা কোরিও ডি মানহা। চার যুবক ঘটনাটি ঘটিয়েছে বলে জানিয়েছে তারা।
ওই চারজন প্রথমে ওটামেন্ডির পর্তুগালের বাড়িতে প্রবেশ করেন। এরপর বেল্ট দিয়ে তাকে বেঁধে ফেলেন। অন্য রুমে থাকা আতঙ্কিত স্ত্রী ও সন্তানের সামনে নেওয়া হয় ওটামেন্ডিকে, করা হয় অপমান। সব শেষে টাকা ও ঘড়ি হাতিয়ে নেন তারা। ফামালিকাওয়ের সঙ্গে বেনফিকার ৪-১ গোলে জয়ের পরই ঘটনাটি ঘটল।
পরে আনুষ্ঠানিক বিবৃতিতে বেনফিকা জানিয়েছে, ওটামেন্ডির ঘটনাটির সত্যতা ক্লাব নিশ্চিত করছে। আজকে সকালে নিজের বাসায় সে ডাকাতির শিকার হয়েছে। এমন অস্বস্তিকর ঘটনার পর ওটামেন্ডি ও তার পরিবার এখন ভালো আছে।
২০১৫ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন ওটামেন্ডি। এরপর ক্লাবটির হয়ে ২০০ এর বেশি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। জিতেছেন প্রিমিয়ার লিগ শিরোপাও। ২০২০ সালে পর্তুগিজ ক্লাব বেনফিকায় যোগ দেন আর্জেন্টাইন ডিফেন্ডার। জাতীয় দলের হয়েও ৮৭ টি ম্যাচ জিতেছেন তিনি। চলতি বছর আর্জেন্টিনার কোপাজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ওটামেন্ডি।
এমএইচ/ওএফ