বিজয়ের ৫০ বছর মাথায় রেখেই মেয়েদের ইতিহাস

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলবে নারীরা। জিম্বাবুয়েতে বাছাই পর্ব পেরিয়ে এমন সাফল্যর দেখা পেয়েছেন জাহানারা আলম, সালমা খাতুনরা। গত ১ ডিসেম্বর দেশে ফিরে ১৫ দিনে কোয়ারেন্টাইন শেষে গত ১৫ ডিসেম্বর ‘মুক্ত’ হয়েছেন তারা। আজ (১৬ ডিসেম্বর) এসেছিলেন মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
মিরপুরে এসে প্রধানমন্ত্রীর শপথপাঠে অংশ নেওয়ার পর দলটির অলরাউন্ডার জাহানারা আলম সংবাদমাধ্যমকে জানালেন, ১৬ ডিসেম্বর আর বিজয়ের ৫০ বছরের স্পৃহায় ইতিহাস গড়েছেন তারা।
জাহানারা বললেন, ‘ক্রিকেট বোর্ড থেকে আমাদের একটা কথা বলে দেওয়া হয়েছিল, টুর্নামেন্ট শুরুর আগে-মাথায় রেখো ১৬ ডিসেম্বর সামনে এবং বিজয়ের ৫০ বছর পূর্তি কিন্তু। এটা মাথায় রেখে তোমরা খেলো। এই স্পৃহা কিন্তু অন্যরকম একটা এনার্জি দেয়। সৌভাগ্যবশত আমরা প্রয়োগটা ভালো করতে পেরেছি যার জন্য আউটকাম ভালো এসেছে।’
সঙ্গে যোগ করেন জাহানারা, ‘এটা তো অবশ্যই অত্যন্ত আনন্দের। ২০১১ সালে আমরা যখন ওয়ানডে স্ট্যাটাস পাই তখন থেকে আমরা এবারেরটা নিয়ে তিনবার বাছাইপর্ব খেলেছি। সৌভাগ্যবশত এবার আমরা কোয়ালিফাই করতে পেরেছি, যেটা আমাদের আসলে স্বপ্ন ছিল। আমরা সবাই বিশ্বকাপ খেলতে চাই। এটাই আসলে আসল বিশ্বকাপ। আশা করি আমরা ভালো কিছু করব।’
বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে নভেম্বরের শুরুতে জিম্বাবুয়ে গিয়েছিল বাঘিনীরা। সেখানে বাছাইপর্ব খেলতে নামার আগে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের একটি একদিনের সিরিজে অংশ নেয় নারীরা। সেই সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ২০২২ একদিনের বিশ্বকাপের বাছাইপর্বটাও দাপটের সাথেই শুরু করে বাংলাদেশ দল।
নিজেদের প্রথম ম্যাচে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল পাকিস্তানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়। যদিও পরের ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে হার কিছুটা কঠিন করে দেয় বাংলাদেশ দলের কোয়ালিফাই করার রাস্তাটা। তবে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে টুর্নামেন্ট স্থগিত হয়ে গেলে নিয়ম অনুযায়ী প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার টিকিট পায় বাংলাদেশ নারী দল।
দলের ভবিষ্যত পরিকল্পনা জানাতে গিয়ে জাহানারা বলেন, ‘আগামী ৫ বছর যদি চিন্তা করি আমাদের দলটাকে র্যাঙ্কিংয়ের চার-পাঁচে দেখতে চাই। যদিও এখন আমরা পাঁচে এসেছি কারণ আমাদের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো। সামনে কিন্তু আমাদের অনেক প্রতিযোগিতা আছে। বিশ্বের বড় বড় দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। আগে আমরা আইসিসির ক্যালেন্ডারে ছিলাম না। সেটি যেহেতু ধরতে পারছি তাতে টানা প্রতিযোগিতা থাকবে। স্বাধীনতা অর্জনের চেয়ে যেমন রক্ষা করা কঠিন। ঠিক তেমন আমরা এখন বিশ্বকাপ খেলব আমরা এখন প্রচুর আন্তর্জাতিক ম্যাচ খেলবে এবং এখন জেতা মূল লক্ষ্য হয়ে দাঁড়াবে। তো আমরা এটা রক্ষা করার চেষ্টা করব।’
টিআইএস/এমএইচ