ভারতের বিপক্ষে জয় চায় বাংলাদেশের মেয়েরা

বিজয়ের ৫০ বছর উদযাপনে ১৬ ডিসেম্বর ফ্রেমবন্দী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল। সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামীকাল (শুক্রবার) ভারতের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বেশ উজ্জীবিতই বাংলাদেশের মেয়েরা।
পয়েন্ট টেবিলে হিসাব-নিকেশে ভারতের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ভারত সবার উপরে। চার পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ ও নেপাল দ্বিতীয় ও তৃতীয় স্থানে।
পাঁচ দলের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের সেরা দুই দল খেলবে ফাইনালে। ভারত টেবিলের শীর্ষে থাকলেও ফাইনালে উঠার লড়াইয়ে ভারত চাপে থাকবে বলে মনে করেন বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের অধিনায়ক মারিয়া মান্ডা। ভারতকে হারানোর টার্গেট নিয়েই বাংলাদেশ মাঠে নামবে বলে জানিয়েছেন তিনি।
ভারতের বিপক্ষে কোন ভয় নয়। মনোবল চাঙা রেখেই খেলতে চায় বাংলাদেশ। অতীতেও লড়াই হয়েছে। এবারও লড়াই করে জয়ের কথা বলছেন শামসুন্নাহার।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের ম্যাচ শুরু হবে আগামীকাল ১৭ ডিসেম্বর বিকেল ৩টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
এজেড/এমএইচ