বাড়ি ফিরেছেন সৌরভ

পাঁচ দিনের দ্বিতীয় দফা চিকিৎসা শেষে অবশেষে বাড়ি ফিরছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই স্বাভাবিক কাজ কর্মেও ফিরতে পারবেন ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তি।
প্রথম দফায় ছয় দিন হাসপাতালে থাকার পর ছুটি পেয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। দ্বিতীয় দফায় অ্যাঞ্জিওপ্লাস্টির পাঁচ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন সাবেক ভারতীয় অধিনায়ক। তবে আপাতত পরামর্শ মেনে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতিকে বিশ্রাম করতে হবে। খুব বেশিদিন নয়, সপ্তাহ দুয়েক পরই সৌরভ আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গত ২ জানুয়ারি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। পরীক্ষায় ধরা পড়ে, তার হৃদযন্ত্রের তিনটি ধমনীতে ব্লকেজ আছে। দ্রুত অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে প্রাথমিক ধাক্কাটা সামাল দেয়া হয় সেবার, বসানো হয় একটি স্টেন্ট। সে যাত্রায় বেশ মেডিক্যাল বোর্ডের বেশ কয়েকটা বৈঠক শেষে ষষ্ঠ দিন শেষে ছুটি দেয়া হয় ‘মহারাজ’কে।
কিন্তু গেল বুধবার আবারও বুকে ব্যথা অনুভব করেন বিসিসিআই সভাপতি। ফলে আবারও হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে বাকি দুটো ধমনির ব্লকেজ সারিয়ে তোলা হয়, বৃহস্পতিবার দেবী শেঠি ও অশ্বিন মেহতার তত্ত্বাবধানে বসানো হয় আরও দুটো স্টেন্ট। এরপর থেকেই সেরে উঠতে থাকেন সৌরভ।
রোববার সকালে তার মুক্তি পাওয়াটা একরকম নিশ্চিতই ছিল। স্থানীয় সময় সকাল এগারটা নাগাদ হাসপাতাল ছাড়েন তিনি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সৌরভের সঙ্গে আছেন চিকিৎসক সপ্তর্ষি বসু এবং সহজ মণ্ডল।
তার চিকিৎসক আফতাব খান গণমাধ্যমে তার সার্বিক শারীরিক অবস্থা সম্পর্কে বলেন, ‘হৃদপিণ্ডের স্বাস্থ্যের দিক থেকে পুরো ফিট আছেন তিনি। কয়েকদিনের মধ্যেই স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পারবেন। আপাতত বাড়ি থেকে কাজ করতে কোনও অসুবিধা নেই। বোর্ডের বৈঠকেও যোগ দিতে পারবেন। নির্দিষ্ট সময় পরপর শারীরিক পরীক্ষাটা নিয়মিত করাতে হবে তাকে।’
এনইউ