মেসিকে ছুঁতে না পারলেও ৪৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন লেভা

রবার্ট লেভান্ডভস্কির গোলমেশিন যেন চলছেই। চলতি বছর বায়ার্ন মিউনিখের হয়ে লিগে করেছেন ৪৩ গোল। যার শেষটা এসেছে শুক্রবার রাতে। ভলফসবুর্গকে তার দল হারিয়েছে ৪-০ গোলে। সে ম্যাচে গোল করেই তিনি ভেঙে দিয়েছেন জার্ড মুলারের ৪৯ বছরের পুরনো রেকর্ড।
এই রেকর্ড গড়ে তিনি ছুঁয়ে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোকেও। রোনালদোর ক্যারিয়ার-সেরা বছর ২০১৩তে এসেছিল ৬৯ গোল। সেটাই ছুঁয়েছেন লেভা। তবে এত কিছুর পরেও অবশ্য লিওনেল মেসির রেকর্ডের ধারেকাছেও পৌঁছাননি তিনি। ২০১২ সালে মেসি যে করেছিলেন তার চেয়েও ২২টি বেশি গোল!
সে রেকর্ডটা ছোঁয়া হয়নি; তবে রোনালদোর কীর্তি ছোঁয়া, মুলারের রেকর্ড ভাঙা গেছে, তৃপ্তির ঢেঁকুরটা তাই তুলতেই পারেন লেভান্ডভস্কি। দুটো কীর্তি থেকেই তিনি ছিলেন এক গোলের দূরত্বে। থমাস মুলার, ডায়ট উপামেকানো, লেরয় সানের গোলে হার নিশ্চিত হওয়া ভলফসবুর্গের কফিনে শেষ পেরেকটা ঠুকেই সে দুই কীর্তি ছাপিয়ে গেছেন লেভা।
১৯৭২ সালে কিংবদন্তি জার্ড মুলার বায়ার্নের হয়ে ৪২ গোলের কীর্তি গড়েছিলেন। সেটাই এবার ভাঙলেন তিনি। লেভা অবশ্য এ বছর অনেক আগেই ৪৯ বছরের পুরনো একটা রেকর্ড ভেঙে দিয়েছিলেন, সেটাও ছিল সেই মুলারেরই। গেল মৌসুমের শেষ ম্যাচে গোল করে ভেঙেছিলেন এক মৌসুমে মুলারের সর্বোচ্চ গোলের কীর্তি। এবার ভাঙলেন বছরে সর্বোচ্চ গোলের কীর্তিও।
তবে দিনশেষে দলের জয়ই বুঝি মুখ্য। সেখানেও হাসিমুখ বায়ার্নের। এই জয়ের ফলে বায়ার্ন বরুসিয়া ডর্টমুন্ড থেকে ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে আছে বুন্ডেসলিগার শীর্ষে। মৌসুমের মাঝে এসে এই লিড বায়ার্নের জন্য বেশ বড়ই। সঙ্গে লেভান্ডভস্কির ফর্ম, এই বায়ার্নকে দিচ্ছে আরও একটা লিগের আশা। সে আশা এবার পূরণ করতে পারবেন কিনা লেভান্ডভস্কি, সে প্রশ্নের উত্তর মিলবে একমাত্র মৌসুম শেষ হলেই।
এনইউ/এটি