ইংল্যান্ডের দুর্দিন কাটছেই না, জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া

‘আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে?’ রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতা কখনো ইংল্যান্ডের ক্রিকেটাররা শুনেছেন কি না সেটা জানার উপায় নেই। তবে বাংলায় ব্যবহৃত প্রবাদ ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা যে তাদের, সেটা অস্ট্রেলিয়ায় না থেকেও বলা যায়। অ্যাশেজে তাদের কেটেছে আরও একটি খারাপ দিন।
অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনশেষে জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া। জিততে হলে শেষদিনে সফরকারীদের করতে হবে ৩৮৬ রান। হাতে আছে কেবল ৬ উইকেট। অ্যাডিলেডের দিবারাত্রির টেস্টটি ড্র করতে হলে তাদের অন্তত আগামীকালটা পার করতে হবে।
৪৫ রানে ১ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করে অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের শুরুতেই আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মাইকেল নাসের ও মার্কাস হ্যারিসের উইকেট হারায় তারা। ৩১ বলে ৬ রান করে আউট হয়ে যান স্টিভেন স্মিথও। ফিফটি পান মার্নাস লাবুশেন ও ট্রেভিস হেড।
৬ চারে ৯৬ বলে ৫১ রান করে আউট হন লাবুশেন। ৫৪ বলে ৫১ রান আসে হেডের ব্যাট থেকে। ৯ উইকেট হারিয়ে ২৩০ রান করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৬৮ রানের। এই লক্ষ্য তাড়া করতে হলে অ্যাশেজ তো বটেই, উলটপালট করতে হবে টেস্ট ক্রিকেটের রেকর্ড বইও।
কিন্তু শুরুটা ভালো হয়নি তাদের। ৬ বল খেলে কোনো রান না করেই ঝাঁই রিচার্ডসনের বলে আউট হয়ে যান ওপেনার হাসিব হামিদ। আরেক ওপেনার ররি বার্নস ৯৫ বলে ৩৪ রান করেন। ৫২ বলে ২০ রান করে ডেভিড মালান ও ৬৭ বলে ২৪ রান করে আউট হয়ে যান জো রুট। এরপরই দিনের খেলা শেষের ঘোষণা দেন আম্পায়াররা। ৪০ বলে ৩ রানে অপরাজিত আছেন বেন স্টোকস।
এমএইচ