নাঈমের সেঞ্চুরিতে উত্তরাঞ্চলের দাপট

বাংলাদেশ ক্রিকেট লিগের এবারের আসরের শুরুটা একেবারেই ভালো হয়নি বিসিবি পূর্বাঞ্চলের। লিগের প্রথম রাউন্ডের ম্যাচে ওয়ালটন মধ্যাঞ্চলের কাছে ইনিংস ব্যবধানে হারে তারা। দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়িয়েছে অধিনায়ক মার্শাল আইয়ুবের দল। বিসিবি দক্ষিণাঞ্চলের বিপক্ষে ম্যাচের প্রথম দিনে শতক তুলে নিয়েছেন দলের অভিজ্ঞ ব্যাটসম্যান নাঈম ইসলাম। তার অপরাজিত ১২৭ রানের কল্যাণে দাপট দেখাচ্ছে উত্তরাঞ্চল।
২৯৭ বল খেলে ১২৬ রানে অপরাজিত আছেন নাঈম। তার ইনিংসে চারের মার ১০টি ও ছয়ের মার ছিল একটি। প্রথম শ্রেণির ক্রিকেট এটি তার ২৮তম সেঞ্চুরি। সঙ্গে ৫৩ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শুরু করবেন মাহিদুল ইসলাম অঙ্গন। সঙ্গে মার্শাল আইয়ুবের ৪৭ রানের কল্যাণে ৪ উইকেট হারিয়ে ২৪৬ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে বিসিবি উত্তরাঞ্চল। দক্ষিণঞ্চালের হয়ে স্পিনার নাহিদুল ইসলাম সর্বোচ্চ ২ উইকেট নেন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে নর্থ জোনের শুরুটা হয় বাজে। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন ফেরেন রানের খাতা না খোলার আগেই সাজঘরে ফেরেন। শুরুতেই জোড়া উইকেট হারানোর পর জুনায়েদ সিদ্দিকীকে সঙ্গে নিয়ে খেলার হাল ধরার চেষ্টা করেন নাঈম, কিন্তু জুনায়েদও ফেরেন মাত্র ১৫ রান করে।
এরপর অধিনায়ক মার্শালকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন নাঈম। দুজনের ৯০ রানের জুটি ভাঙে মার্শাল ৪৭ রানে মেহেদী হাসানের বলে আউট হলে। এরপর অঙ্কনকে নিয়ে শতাধিক রানের জুটি গড়ে নিজেও সেঞ্চুরি তুলে নেন নাঈম। নাহিদুল ইসলামকে ডিপ কাভার অঞ্চল দিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে তিন অঙ্কের ম্যাজিগ ফিগার স্পর্শ করেন তিনি।
পরে ১২৯ বলে ৪টি চারের মারে অঙ্কন হাফসেঞ্চুরির দেখা পান। নাঈমের সেঞ্চুরিতে ভর করে প্রথম দিন শেষে বড় সংগ্রহের পথে রয়েছে নর্থ জোন। দিন শেষে দলটির সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৪৬ রান। নাঈম ১২৬ ও মাহিদুল ইসলাম অঙ্কন ৫৩ রানে অপরাজিত আছেন।
টিআইএস/এমএইচ