মেসির সঙ্গে বার্সার সাড়ে চার হাজার কোটির চুক্তি!

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি বার্সেলোনাতে আছেন প্রায় দেড় যুগ। পেশাদার ক্যারিয়ারের পুরোটাই স্প্যানিশ এই ক্লাবে কাটিয়েছেন তিনি। বার্সার সঙ্গে আট বার নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন মেসি। সর্বশেষ ২০১৭ সালে ক্লাবটির সঙ্গে নতুন করে চুক্তি করেন তিনি।
কিন্তু এই চুক্তি কী পরিমাণ অর্থে করা হয়েছিল এতদিন সেটি জানা যায়নি। সম্প্রতি মেসির সঙ্গে বার্সার সাড়ে চার হাজার কোটি টাকার চুক্তি হয়েছে বলে দাবি করেছে স্প্যানিশ পত্রিকা এল মুন্দো। ২০১৭ সালে করা মেসির সঙ্গে বার্সার চুক্তির পুর্ণাঙ্গ কপি পেয়েছে বলে দাবি তাদের।
তাদের পাওয়া কপি অনুযায়ী মেসিকে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত বার্সা দেবে ৫৫ কোটি ডলার, টাকার অঙ্কে যা সাড়ে চার হাজার কোটি টাকা। ক্রীড়া ইতিহাসে এত টাকার চুক্তি আগে কখনো হয়নি।
২০১৭ সালের নভেম্বরে বার্সার সঙ্গে চুক্তি করেছিলেন মেসি। পরের চার বছরের প্রতি বছর মেসিকে দেওয়ার কথা ১৪ কোটি ডলারের মতো। এর সঙ্গে সাইন ইন বোনাসের ১১ কোটি ডলার ও লয়ালটি বোনাস আছে সাত কোটি ডলারের মতো।
মেসির সঙ্গে বার্সার চুক্তিটি শেষ হয়ে যাবে চলতি বছরের জুনে। এখন পর্যন্ত এই চুক্তি আর না বাড়ানোর সিদ্ধান্ত মেসির। গত বছরেই ক্লাব ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি, দাবি করেছিলেন চুক্তির শর্ত অনযুয়ায়ী তাকে ফ্রিতে ছেড়ে দিতে বাধ্য বার্সা। শেষ পর্যন্ত অনেক নাটকের পর অবশ্য আর বার্সা ছাড়েননি ক্লাবটির বর্তমান অধিনায়ক।
এমএইচ