‘রিয়ালের ডিএনএতে আছে শেষ পর্যন্ত লড়াই’

চলতি মৌসুমে রিয়ালের দুর্দশা যেন কাটছেই না। কোচ জিনেদিন জিদানকে ছাড়া আগের ম্যাচে জিতলেও শনিবার রাতে তারা ম্যাচের প্রায় ৮০ মিনিট দশ জন নিয়ে খেলে লেভান্তের বিপক্ষে হেরেছে ২-১ ব্যবধানে।
এই হারের পর শিরোপা লড়াই থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে রিয়াল। তবে দুই ম্যাচ কম খেলে ৭ পয়েন্টে এগিয়ে থাকা আতলেতিকো মাদ্রিদকে এখনও টপকে যাওয়ার আশা করছে গতবারের চ্যাম্পিয়নরা। লা লিগা শিরোপার জন্য শেষ পর্যন্ত লড়াই করতে চান জিদানের অবর্তমানে রিয়ালের সহকারী কোচ দাভিদ বেত্তোনি।
তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদ সমর্থকরা তাদের দলের ওপর আস্থা ধরে রাখবে, কারণ শিরোপার জন্য শেষ পর্যন্ত লড়াই করাটা ক্লাবের ডিএনএতে রয়েছে। একজন কম নিয়েও আমরা চাপ ধরে রেখেছিলাম এবং এটা খুবই ইতিবাচক দিক। আমরা অবশ্যই হতাশ, তবে শেষ পর্যন্ত লড়াই করেছি, এজন্য আমরা গর্ব করতে পারি। ছেলেরা খুবই হতাশ, কিন্তু শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মানসিক শক্তি তাদের আছে।
লেভান্তের বিপক্ষে ম্যাচে সার্জি লিওনকে ফাউল করে বসেন এডার মিলিতাও। প্রথমে হলুদ কার্ড দেখালেও ভিএআর যাচাইয়ের পর তাকে লাল কার্ড দেখান রেফারি। পুরো ম্যাচেই যে কারণে ভুগতে হয় রিয়ালকে। এই ম্যাচে তাদের কঠিন লড়াই করতে হচ্ছিল বলেই জানান বেত্তোনি।
তিনি বলেন, ‘আমাদের জন্য এটা বড় এক পরাজয়। কারণ, নবম মিনিট থেকে আমাদের কঠিন লড়াই করতে হচ্ছিল। আমরা গোল পেয়েছিলাম, কিন্তু তাদের সমতাসূচক গোল আমাদের জন্য সবকিছু কঠিন করে তোলে। দ্বিতীয়ার্ধের শুরুটা আমাদের ভালো ছিল এবং কিছু সুযোগও এসেছিল, কিন্তু দ্বিতীয় গোল হজম আমাদের জন্য বিশাল ধাক্কা হয়ে আসে।’
এমএইচ