জিতল পুলিশ-রহমতগঞ্জ, কাল ‘আবাহনী ডার্বি’

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে রোববার নিজেদের ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও বাংলাদেশ পুলিশ জিতেছে। দুই ম্যাচেরই স্কোরলাইন ৩-১। দিনের প্রথম ম্যাচে রহমতগঞ্জ ৩-১ গোলে উত্তর বারিধারাকে এবং দিনের দ্বিতীয় ম্যাচে একই স্কোরলাইনে বাংলাদেশ পুলিশ ব্রাদার্স ইউনিয়নকে হারায়।
আগের ম্যাচে উত্তর বারিধারাকে হারিয়ে জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ পুলিশ। রোববার টানা দ্বিতীয় ম্যাচ জিতল পাকির আলীর শিষ্যরা। ম্যাচের ১১ মিনিটে আইভরিকোস্টের ফরোয়ার্ড বাল্লো ফামোসা গোল করে পুলিশকে এগিয়ে দেন। ২৪ মিনিটে সেই গোল শোধ দিয়ে ম্যাচে সমতা আনেন ব্রাদার্সের কঙ্গোর ফরোয়ার্ড সিও জুনাপিও। খুব বেশিক্ষণ আর পুলিশকে আটকে রাখতে পারেনি গোপীবাগের দলটি।
প্রথমার্ধের শেষ মিনিটে আইভরিকোস্টের ডিফেন্ডারদের জটলা থেকে আরও একটি গোল করলে এগিয়ে যায় পুলিশ। ম্যাচের ৭০ মিনিটে সেই বাল্লো ফামোসা আরও একবার বোকা বানান ব্রাদার্সের গোলকিপার তিতুমির চৌধুরীকে।
প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে ড্র করে মাত্র এক পয়েন্ট ছিল রহমতঞ্জের ঝুলিতে। পরের তিনটি ম্যাচে হেরেছিল তারা।রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এগিয়ে থাকা উত্তর বারিধারাকে ৩-১ গোলে হারায় পুরনো ঢাকার ক্লাবটি।
ম্যাচের প্রথমার্ধে দুর্দান্ত খেলেছে উত্তর বারিধারা। কিন্তু দ্বিতীয়ার্ধটা ছিল রহমতগঞ্জের। ম্যাচের ৩৮ মিনিটে মোহাম্মদ সুজন বিশ্বাস গোল করে বারিধারাকে উল্লাসে মাতিয়ে তোলেন। কিন্তু পরের গল্পটা পুরনো ঢাকার ক্লাবের ফুটবলারদের। প্রথমার্ধের শেষ মিনিটে তাজিকিস্তানের ফরোয়ার্ড দিলশাদ ভাসিব গোল করে ম্যাচে সমতা আসে।
মিনিট দুয়েক পর আইভরিকোস্টের ফরোয়ার্ড ক্রিস্ট রেমি রহমতগঞ্জকে এগিয়ে দেন। ৫৭ মিনিটে মিডফিল্ডার এনামুল ইসলাম পুরান ঢাকার ক্লাবটিকে আরও এগিয়ে দেন। শেষে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে রহমতগঞ্জ।
সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে কয়েকটি। ঢাকায় প্রথম ম্যাচে দুই আবাহনী লড়বে অন্য দিকে কুমিল্লায় ঢাকা মোহামেডান লড়বে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে। বসুন্ধরা কিংস ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে। সমান ম্যাচে ঢাকা আবাহনী ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে শেখ রাসেলের প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
এজেড/এমএইচ