স্টেইন-লারাকে নিয়ে চমক দিলো হায়দরাবাদ

আইপিএলের বাকি আছে আরও চার মাসের মতো সময়। এমনকি নিলামও তো হয়নি এখনো! এরই মধ্যে কোচিং প্যানেলও গোছানো শুরু করেছে দলগুলো। এই যেমন কেন উইলিয়ামসনের সান রাইজার্স হায়দরাবাদ গুছিয়ে ফেললো সম্প্রতি।
ডেল স্টেইন আর ব্রায়ান লারাকে কোচিং প্যানেলে টেনেছে দলটি। আইপিএলের এত আগে কোচিং প্যানেল গোছানোটা কিছুটা চমকেই দিলো হায়দরাবাদ।
দলটির কোচিং প্যানেলে তারার মেলা ছিল আগে থেকেই। টম মুডি ছিলেন কোচ হিসেবে। সহকারী ছিলেন সাইমন ক্যাটিচ, আর স্পিন বোলিং কোচ ছিলেন মুত্তিয়া মুরালিধরন। তাদের সঙ্গেই যুক্ত হলো স্টেইন-লারার নাম।
গেল আসরে আট দলের মধ্যে সবার নিচে থেকে যাত্রা শেষ হয়েছিল দলটির। সে ব্যর্থতাকে পেছনে ফেলতেই কি-না এই আগাম প্রচেষ্টা।
তবে লারার দায়িত্বটা স্টেইনের চেয়ে একটু বড়। সাবেক উইন্ডিজ অধিনায়ক ব্যাটিং কোচ তো বটেই, সামলাবেন কৌশলগত পরামর্শকের দায়িত্বও। ওদিকে পেস বোলিং বিভাগের দেখভাল করবেন স্টেইন। মুরালিধরনের দায়িত্বটা আগের মতোই, স্পিন বোলিং কোচের। তাদের সঙ্গে দলের ফিল্ডিং কোচের দায়িত্ব থাকবে সাবেক ভারতীয় ক্রিকেটার হেমঙ্গ বাদানির কাঁধে।
এক নজরে হায়দরাবাদের কোচিং প্যানেল-
হেড কোচ- টম মুডি
সহকারী কোচ- সাইমন ক্যাটিচ
স্ট্র্যাটেজিক পরামর্শক ও ব্যাটিং কোচ- ব্রায়ান লারা
পেস বোলিং কোচ- ডেল স্টেইন
স্পিন বোলিং কোচ- মুত্তিয়া মুরালিধরন
ফিল্ডিং কোচ- হেমঙ্গ বাদানি