ভারতেই আইপিএল, শুরু ১১ এপ্রিল!

করোনার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ মৌসুম নিয়ে বেশ বিপাকে পড়তে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। কয়েক দফা সূচি বদলের পরেও উপায় না পেয়ে শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে নিতে হয় আইপিএলের খেলা। তবে এবার ঘরের মাঠেই এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আসর বসাতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। সম্ভাব্য সূচি হিসেবে ১১ এপ্রিল আইপিলের আসন্ন মৌসুমের পর্দা উঠবে বলে জনিয়েছেন, বিসিসিআইয়ের এক কর্তা।
গত সপ্তাহে বিসিসিআই এক টুইট বার্তায় জানিয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারি ভারতের চেন্নাই শহরে বসবে আইপিএলের ১৪তম আসরের নিলাম। যদিও এবারের নিলাম থেকে কোনো ফ্র্যাঞ্চাইজিই দল ঢেলে সাজানোর রাস্তায় হাঁটবে না। ছেড়ে দেওয়া ক্রিকেটার ও গত বছর নিলামের পর সীমিত পরিমাণ যে বাড়তি অর্থ পড়ে আছে, তা দিয়েই দলকে আরেকটু শক্ত করতে চাইবে তারা।
তবে নিলামের দিনক্ষণ চূড়ান্ত হলেও আইপিএল কোথায় এবং কবে শুরু হবে এনিয়ে ধোঁয়াশা ছিল। ইনসাইড স্পোর্টসকে বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, আগামী ১১ এপ্রিল শুরু হবে এবারের আইপিএল। তিনি বলেন, ‘আইপিএলের শুরুর সম্ভাব্য দিন ধরা হয়েছে ১১ এপ্রিল। মার্চেই ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ শেষ হচ্ছে। এরপর আইপিএলের আগে ক্রিকেটাররা পর্যাপ্ত বিশ্রাম পাবে।’
এর আগে ভারতে কোভিড-১৯ ঝুঁকির বিষয়টি চিন্তা করে আইপিএলের ১৩তম আসর বসেছিল সংযুক্ত আরব আমিরাতে, গত সেপ্টেম্বর-নভেম্বরে। চতুর্দশ আইপিএলের আসর ঠিক কোথায় বসবে, তা এখনও স্থির করতে না পারলেও বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধূমল সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েন, ভারতের মাটিতেই হবে আসন্ন আইপিএল। বিকল্প কোনও ভাবনা নেই তাদের।
অরুণ জানান, ‘আইপিএল এবার দেশেই আয়োজন করতে চাই আমরা। আশা করি দেশেই আইপিএলে আয়োজনে সক্ষম হব। এতটাই আমরা আশাবাদী যে, কোনো বিকল্প পরিকল্পনাও থাকছে না আমাদের। এই মুহূর্তে ভারত সংযুক্ত আরব আমিরাত থেকে নিরাপদ। আশা করছি পরিস্থিতির আরো উন্নতি হবে।’
টিআইএস/এটি