মেসির ৩০০, শীর্ষ পাঁচে বার্সেলোনা

সময়টাই এমন; লিওনেল মেসি মাঠে নামলে, গোল করলে, জয় পেলেই যেনো রেকর্ড লেখা হচ্ছে নতুন করে, ছুঁচ্ছেন নতুন মাইলফলক! তার ব্যতিক্রম ঘটলো না রিয়াল সোসিয়েদাদের বিপক্ষেও। দলের ২-১ ব্যবধানের জয়ে ন্যু ক্যাম্পে নিজের ৩০০ তম জয়ের দেখাও পেয়ে গেলেন বার্সা অধিনায়ক। ‘লা রিয়াল’-এর বিপক্ষে এই জয় লা লিগার পঞ্চম অবস্থানে তুলে এনেছে কোচ রোনাল্ড কোম্যানের শিষ্যদের।
এ ম্যাচের আগ পর্যন্ত লিগে ১১ ম্যাচে বার্সার জয় ছিলো মাত্র পাঁচটি। তবে পিঠোপিঠি জয় নেই একটাও। আগের ম্যাচে লেভান্তেকে লিওনেল মেসির একমাত্র গোলে হারানো বার্সার সামনে টেবিলের শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদ তাই বড় বাঁধা নিয়েই হাজির হয় বৃহস্পতিবার রাতে।
এমন চ্যালেঞ্জ যেভাবে সামলাতে হয়, বার্সেলোনা নিজেদের মাঠে খেলাটা শুরু করে সেভাবেই। বলের দখল, দারুণ সব প্রতি-আক্রমণ, আর মুহুর্মূহু সুযোগ সৃষ্টি; সব দিক থেকেই ম্যাচে শ্রেয়তর দল ছিলো কাতালানরা। তবে মৌসুমের যে প্রধান সমস্যা, সেই বাজে ফিনিশিং দলকে এগিয়ে যাওয়ার পথে বাঁধা দেয় এদিন।
সফরকারী সোসিয়েদাদ তারই সুযোগ নেয়। ২৭ মিনিটে অনেকটা ধারার বিপরীতেই এগিয়ে যায় উইলিয়ান হোসের গোলে। তবে ‘ব্লাউগ্রানা’রা জবাব দিতে সময় নিলো মোটে চার মিনিট। পেদ্রি গঞ্জালেজের স্কয়ার করা বলে ডান পায়ের কোনাকুনি এক শটে দলকে সমতায় ফেরান জর্দি আলবা। মিনিট দশেক পর দলের দ্বিতীয় গোলেও ছিলো তার ছোঁয়া। তার নিচু ক্রসে পা ছুঁইয়েই কাতালানদের এগিয়ে দেন ফ্রেঙ্কি ডি ইয়ং।
দ্বিতীয়ার্ধের শুরুতেও একই দৃশ্য অব্যহত থাকে। ৫৪ মিনিটে ম্যাচটা সফরকারীদের ধরাছোঁয়ার বাইরেই নিয়ে যাওয়ার সুযোগ এসেছিলো অ্যান্টোয়ান গ্রিজমানের সামনে। তবে গোলপোস্ট ফাঁকা পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি, ফলে তৃতীয় গোলের দেখা আর পায়নি বার্সা।
এর আগ থেকেই লা রিয়াল যেভাবে খেলায় ফিরেছে, তাতে আবারও পয়েন্ট খোয়ানোর শঙ্কা জেগে উঠেছিলো বার্সা শিবিরে। তবে রক্ষণ ও গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনের দৃঢ়তা আর গোল হজম করতে দেয়নি বার্সাকে। শেষ দিকে মন ভরানো ফুটবল আর উপহার দেয়া হয়নি দলের, কিন্তু তাতে ২-১ ব্যবধানে লিগ শীর্ষস্থানে থাকা সোসিয়েদাদের বিপক্ষে জয়টা নিশ্চিত হয়েছে ঠিকই।
এর ফলে ১২ ম্যাচ থেকে ২০ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছেন মেসিরা। চারে থাকা ভিয়ারিয়াল অবশ্য বার্সা থেকে ম্যাচ খেলেছে একটি বেশি, তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। তিনে থাকা রিয়াল মাদ্রিদের ঝুলিতে ১৩ ম্যাচ থেকে জমা পড়েছে ২৬ পয়েন্ট।
এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট পেয়েছে রিয়াল সোসিয়েদাদ, বার্সার বিপক্ষে হেরে অ্যাটলেটিকো থেকে গোল ব্যবধানে পিছিয়ে তারা নেমে এসেছে তালিকার দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা অ্যাটলেটিকো ২৬ পয়েন্ট পেয়েছে রিয়াল আর সোসিয়েদাদের থেকে যথাক্রমে ২ ও ৩ ম্যাচ কম খেলেই।
এনইউ