শাহরিয়ার নাফীসের বিসিবির দায়িত্ব নিয়ে বিভ্রান্তি

গত ৩০ জানুয়ারি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন ক্রিকেটার শাহরিয়ার নাফীস। জানা যায়, ক্রিকেট অপারেশন্স বিভাগের নতুন ম্যানেজার হচ্ছেন তিনি। তবে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, বিষয়টি সত্য নয়।
২৭ জানুয়ারি বিসিবি সভায় সিদ্ধান্ত হয়েছে, আগের দুই নির্বাচকের সঙ্গে নতুন নির্বাচক হিসেবে যোগ দিচ্ছেন আব্দুর রাজ্জাক। বাঁহাতি এই স্পিনার নির্বাচক হওয়ার খবরটি বুধবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বিসিবি। রাজ্জাকের সঙ্গে নির্বাচক হওয়ার দৌড়ে ছিলেন নাফীসও। তবে এরপর জানা যায়, নির্বাচক নয়, ক্রিকেট বোর্ড অন্য আরেকটি দায়িত্বে মূল্যায়ন করছে নাফীসকে।
গত শনিবার নাফীস গণমাধ্যমকে জানান, এখনো চূড়ান্ত না হলেও ক্রিকেট অপরাশেন্স বিভাগের নতুন ম্যানেজারের দায়িত্ব পাচ্ছেন তিনি। বিষয়টি ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে তাকে। খোদ ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান তাকে এ তথ্য জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন নাফীস।
তবে সোমবার একটি জাতীয় দৈনিককে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, নাফীসের ক্রিকেট অপরাশেন্স বিভাগের নতুন ম্যানেজারের দায়িত্ব নেওয়ার বিষয়টি সত্য নয়। এই পোস্টে আগে যিনি দায়িত্বে ছিলেন, সেই সাব্বির খানকে দায়িত্ব থেকে সরাচ্ছে না টাইগার বোর্ড। তবে নাফীসকে ক্রিকেট অপরাশেন্স বিভাগের অন্য দায়িত্বে ভাবা হচ্ছে বলে জানিয়েছেন সুজন।
এ প্রসঙ্গে নাফীসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘আমি জানি না সুজন ভাই কী বলেছেন। তবে এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। আকরাম ভাই আমাকে তথ্যটি জানিয়েছিলেন। তিনিই বলেছিলেন, দুই-একদিনের ভেতরে সব চূড়ান্ত হয়ে যাবে। বোর্ড ভিন্নভাবে ভাবতে পারে। তবে আমি এমনটিই শুনেছিলাম। এখনো তো চূড়ান্তভাবে নিয়োগপত্র হাতে পাইনি। হাতে পেলে পরিস্কার হবো।’
টিআইএস/এটি