দুইশ উইকেট নিয়ে বাবাকে ধন্যবাদ দিলেন শামি

কয়েক দিন আগেও ধর্মের কারণে স্বীকার হয়েছিলেন আক্রোশের। তখন অবশ্য পাশেও পেয়েছিলেন অনেককে। তাদের হতাশ করেননি ভারতীয় পেসার মোহাম্মদ শামি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছেন প্রথম টেস্টে।
এর মধ্যেই স্পর্শ করে ফেলেছেন টেস্টে ২০০ উইকেটের মাইলফলক। মাত্র ৫৫ টেস্ট খেলেই এই মাইলফলক ছুঁয়ে ফেলেছেন ভারতীয় পেসার। এরপর সংবাদ সম্মেলনে এসে কৃতজ্ঞতা জানিয়েছেন বাবার প্রতি। স্মরণ করেছেন ক্রিকেটের সেসব শুরুর দিনগুলোকে।
তিনি বলেছেন, ‘আমি আজ যা হয়েছি, সেটা আমার বাবার জন্য। যে গ্রাম থেকে আমি উঠে এসেছি, সেখানে খুব বেশি সুযোগ-সুবিধা ছিল না। এখনও সেখানে সব কিছু পৌঁছায়নি। বাবা আমাকে নিয়ে ৩০ কিলোমিটার দূরে একটি ক্রিকেট ক্যাম্পে যেতেন। সেই সময় তিনি আমার জন্য যা করেছেন, আমি তার জন্য কৃতজ্ঞ।’
২০১৭ সালে তার বাবা মারা গেছেন। বাবাকে তাই ভালোভাবেই মনে পড়ছে তার। দুইশ উইকেট পাওয়া নিয়ে শামি আরও বলেছেন, ‘কে জীবনে শেষ পর্যন্ত কী করবে তা আগে থেকে বলা যায় না। তবে স্বপ্ন থাকে ভারতের হয়ে ক্রিকেট খেলার। টিভিতে যাদের দেখি, তাদের সঙ্গে খেলার।’
তিনি আরও বলেন, ‘টেস্ট ক্রিকেট খুব কঠিন নয়। কেউ যদি টেস্ট ক্রিকেট খেলার মতো বোলার হয়, তবে তোমাকে লাইন, লেংথ সম্পর্কে জানতেই হবে। পরিস্থিতি অনুযায়ী নিজেকে পাল্টে ফেলতেও জানতে হবে।’
এমএইচ/এটি