কুমিল্লায় কোচ জেমি ডে

বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ (সোমবার) গুরুত্বপূর্ণ এক দিন। কিংস, দুই আবাহনী, শেখ রাসেল,মোহামেডান, মুক্তিযোদ্ধা মাঠে নামছে । বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দু’টি ম্যাচ ও কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে একটি ম্যাচ।
জাতীয় ফুটবল দলের ব্রিটিশ হেড কোচ জেমি ডে কুমিল্লায় কিংস ও মোহামেডানের ম্যাচ দেখতে গেছেন। সকালে ঢাকা থেকে রওনা হয়ে ইতোমধ্যে কুমিল্লায় পৌঁছেছেন জেমি। ঢাকা পোস্টকে জেমি জানান, ‘আজ সোমবার বঙ্গবন্ধুতেও গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। স্টুয়ার্ট (জেমির সহকারি) ঢাকায় থাকব। আমি কুমিল্লায় কিংস ও মোহামেডান ম্যাচ দেখব।’
ঢাকায় প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনী ও ঢাকা আবাহনী মোকাবেলা করবে দ্বিতীয় ম্যাচে শেখ রাসেলের প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা। এই দুই ম্যাচের পরিবর্তে কিংস-মোহামেডানের ম্যাচ দেখতে যাওয়ার কারণ সম্পর্কে জেমি বলেন, ‘আমার কাছে লিগের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। কুমিল্লা স্টেডিয়ামে এই মৌসুমে আমার যাওয়া হয়নি। কুমিল্লা ভেন্যুটি স্বচক্ষে দেখা ও দুই দলেরই একই ভেন্যুর ( কিংস ও মোহামেডান উভয়ের হোম ভেন্যু কুমিল্লা) ম্যাচ দেখতে আসলাম।’
গত বছর কুমিল্লা স্টেডিয়ামে লিগের মাত্র একটি ম্যাচ হয়েছিল। ওই ম্যাচে মোহামেডান ১-০ গোলে বসুন্ধরাকে হারিয়েছিল। এরপর করোনার জন্য লিগ স্থগিত হয়ে যায়। ওই ম্যাচ দেখেছিলেন জেমি। সেখান থেকে স্মৃতিচারণ করে জেমি বলেন, ‘গত বছর মাঠের ঘাস ও অন্যান্য বিষয় দারুণ ছিল। আশা করি এবার আরো উন্নত হবে যেহেতু দুই দল পরিচর্যা করছে।’
জাতীয় দলের কোচ জেমি ডে ১৪ জানুয়ারি লন্ডন থেকে ঢাকায় আসার পর ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে ছিলেন। ২৮ জানুয়ারি কোয়ারেন্টিন পর্ব শেষ হওয়ার পর ২৯ জানুয়ারি সকালে বাফুফে অনুর্ধ্ব ১৫ ট্রায়ালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ স্টেডিয়ামে উপস্থিত থেকে খেলা দেখা শুরু করবেন।
এজেড/এটি/টিআইএস