আইসিসির ওয়ানডে বর্ষসেরা হওয়ার লড়াইয়ে সাকিব

বছরজুড়ে আলোচনা-সমালোচনা ও নানা কারণে সাকিব আল হাসান ছিলেন কেন্দ্রবিন্দুতে। বছর শেষে অবশ্য নিজের পারফরম্যান্সের কারণেই দারুণ এক স্বীকৃতি পাওয়ার দৌড়ে আছেন তিনি। আইসিসির ওয়ানডে বিশ্বসেরার লড়াইয়ে বাবার আজম, পল স্টার্লিং ও ডেভিড মালানের সঙ্গে আছেন বাংলাদেশি অলরাউন্ডারও।
২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে পারফরম্যান্সের বিচারে আইসিসির অ্যাওয়ার্ডস প্যানেল এই চারজনের নাম নির্বাচন করেছে। বৃহস্পতিবার তাদের চারজনের নাম প্রকাশ করেছে আইসিসি। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি সেরার দৌড়ে থাকাদের নামও জানানো হয়।
চলতি বছর বাংলাদেশের হয়ে মোট ৯টি ওয়ানডেতে মাঠে নেমেছেন সাকিব। এই ম্যাচগুলোতে ব্যাট হাতে ২৭৭ রান করেছেন, পেয়েছেন দুই ফিফটিও। বল হাতেও সাকিব ছিলেন যথেষ্ট সফল। ১৭.৫৩ গড়ে ১৭ উইকেট নিয়েছেন। এর মধ্যে বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ৩-০ ব্যবধানে সিরিজ জেতে। যেখানে সেরা খেলোয়াড় ছিলেন সাকিব।
সেরার দৌড়ে থাকা পাকিস্তান অধিনায়ক বাবর আজম এই বছর খেলেছেন ৬টি ম্যাচ। ৬৭.৫০ গড়ে দুই সেঞ্চুরিসহ তিনি করেছেন ৪০৫ রান। এছাড়া দক্ষিণ আফ্রিকার মালান ৮ ম্যাচে ৮৪.৮৩ গড়ে ৫০৯ রান করেছেন। সমান দুটি করে ফিফটি ও সেঞ্চুরি পেয়েছেন তিনি। তালিকার আরেকজন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। ১৪ ম্যাচে ৭৯.৬৬ গড়ে তিন সেঞ্চুরি ও দুই ফিফটিসহ তিনি করেছেন ৭০৫ রান।
এমএইচ