রোনালদোর পেনাল্টি মিসে আবারও জুভেন্তাসের হোঁচট

শেষ দুই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলসংখ্যা চার। চারটিই এসেছে পেনাল্টি থেকে। শেষ ক’দিনে পেনাল্টিতে এমন নিষ্কলুষ রেকর্ডের পরও সেই রোনালদো আটালান্টার বিপক্ষে মিস করে বসলেন এক পেনাল্টি। তারই খেসারত দিয়ে সিরি’আ শিরোপাধারী জুভেন্তাস আবারও ১-১ ড্রয়ে বাধ্য হয়েছে বৃহস্পতিবার রাতে।
অথচ দুই দলের সবশেষ দেখায়ও দলকে হারের মুখ থেকে ফিরিয়েছিলেন রোনালদো। গত জুলাই মাসে আটালান্টার বিপক্ষে দুই বার পিছিয়ে পড়েও রোনালদোর জোড়া পেনাল্টিতেই ২-২ ড্র করে জুভেন্তাস। কিন্তু এবার আর রোনালদো পার্থক্য গড়ে দিতে পারলেন না।
পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এদিন সুবর্ণ সুযোগ পেয়েছিলেন আরও। ম্যাচের পঞ্চম মিনিটে আটালান্টা রক্ষণের ভুলে বক্সে পাওয়া সুযোগটি কাজেই লাগাতে পারেননি রোনালদো, শট নেন লক্ষ্যের অনেক বাইরে দিয়ে।
এর সাত মিনিট পর আবারও সুযোগ, আবারও একই পরিণতি। প্রতি-আক্রমণে বিপক্ষ পেনাল্টি অঞ্চলে উঠে আসা মোরাতা পাস দেন রোনালদোকে, সেবার আর বলে পা ছোঁয়াতেই পারেননি পর্তুগীজ তারকা।
২৯ মিনিটে ফ্রেদেরিকো চিয়েসার গোলে এগিয়ে যায় জুভেন্তাস। রদ্রিগো বেন্টাঙ্কুরের পাস পেয়ে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে বিয়েঙ্কোনেরিদের হয়ে সিরি’আয় প্রথম গোলটি পান তিনি।
এগিয়ে থেকে বিরতিতে যাওয়া জুভেন্তাস গোল হজম করে বসে ৫৭ মিনিটে। বক্সের বাইরে থেকে রেমো ফ্রয়েলারের শট ভয়েচিখ সজেসনিকে ফাঁকি দিয়ে জড়ায় জালে। এরপর আসে রোনালদোর সুযোগ। ৬০ মিনিটে চিয়েসা প্রতিপক্ষে পেনাল্টি অঞ্চলে ফাউলের শিকার হওয়ার সুবাদে পাওয়া পেনাল্টি নষ্ট করেন পর্তুগীজ তারকা, তার দুর্বল শট ঠেকাতে কোনো বেগই পেতে হয়নি আটালান্টা গোলরক্ষককে। শেষ দিকে অবশ্য প্রতিপক্ষ গোলে রোনালদোর জোড়ালো শট ঠেকান আটালান্টা গোলরক্ষক, তাতে স্কোরলাইন অপরিবর্তিতই থাকে। এর আগে সজেসনির দারুন দুই সেভ আরও দুর্দশায় পড়া থেকে রক্ষা করে জুভেন্তাসকে। ফলে ড্রই হয় ম্যাচের নিয়তি।
এর ফলে মৌসুমের শুরু থেকে এ পর্যন্ত জুভেন্তাসের ড্রয়ের সংখ্যা দাঁড়ালো ছয়ে। ১৯৮৪-৮৫ মৌসুমে সর্বশেষবার মৌসুমের প্রথম ১২ ম্যাচে ছয়বার ড্র করেছিলো দলটি। ১২ ম্যাচে অবশ্য হার নেই দলটির, ফলে আন্দ্রেয়া পিরলোর শিষ্যরা ২৪ পয়েন্ট নিয়ে আছে তালিকার তৃতীয় স্থানে।
শীর্ষে থাকা এসি মিলানও এদিন ড্রয়ের কাঁটায় পড়েছে। পার্মার বিপক্ষে ৫৬ মিনিটে দুই গোলে পিছিয়ে পড়া দলটি থিও হার্নান্দেজের জোড়া গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে দলটি।
এনইউ