বার্সার ক্ষতি করতে মেসির সঙ্গে চুক্তি ফাঁস!

সমস্যা যেন ভালোভাবেই জেঁকে বসেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বাইরের ঘটনা নিয়েও তোলপাড় চলছে ক্লাবটিতে। সম্প্রতি ফাঁস হয়েছে লিওনেল মেসির সঙ্গে তাদের চুক্তির অর্থের টাকা।
২০১৭ সালে আর্জেন্টাইন সুপারস্টারের প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার চুক্তির তথ্য ফাঁস করেছে স্প্যানিশ পত্রিকা এল মন্দো। এরপর থেকে এই বিষয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। কোচ রোনাল্ড কোম্যান মনে করেন যেই এই তথ্য ফাঁস করুক, সে ভালো কিছু করেনি।
তিনি বলেন, ‘যিনি এই খবরটি ফাঁস করেছে, বার্সেলোনায় তার কোনো ভবিষ্যত নেই। সংবাদমাধ্যমে মেসির ব্যাপারে যাই এসেছে, তা খুব ভালো কিছু হয়নি।’
অনেকেই মেসি ও বার্সার ক্ষতি করতে চায় বলে মনে করেন কোম্যান, ‘আমরা জানার চেষ্টা করছি, খবরটা বাইরে এলো কীভাবে। তবে আমাদেরকে মৌসুমের বাকি খেলার দিকে মনোযোগ দিতে হবে। দেরিতে হলেও দল এখন ভালো করছে। আমরা অনেক ম্যাচ জিতেছি। আমাদের অন্য ইস্যুতে মন দেয়া ঠিক হবে না। যদিও অনেক মানুষ আছে যারা মেসি ও বার্সার ক্ষতি করতে চায়।’
ফাঁস হওয়া খবর নিয়ে কথা বলেছেন লা লিগার প্রধান জাভিয়ের তেবেসও। সংবাদ মাধ্যমে খবরটি ফাঁস হওয়ার পর থেকে অনেকে বলছেন মেসির সঙ্গে এত বড় চুক্তিই বার্সেলোনার অর্থনৈতিক অবস্থার জন্য দায়ী। তবে লা লিগার প্রধান এমনটা মনে করেন বার্সার নাজুক অবস্থার কারণ মেসি নয়, মহামারি।
তিনি বলেন, ‘বার্সেলোনার নাজুক আর্থিক অবস্থা (অন্য বড় ক্লাবগুলো মতোই) মেসির জন্য নয় বরং কোভিড-১৯ এর মারাত্মক প্রভাবে। কোনো মহামারী না থাকলে ইতিহাসের সেরা খেলোয়াড়ের জন্য পাওয়া আয়ে এটা পুষিয়ে যাওয়ার কথা। কিছু গণমাধ্যম এই ব্যাপারটিতে যথাযথভাবে আচরণ করছে না।’
এমএইচ/এটি