জোড়াতালি দিয়ে খেলছে বার্সা, মেজাজ খারাপ জাভির

দলে করোনার হানা বাড়ছেই। মূল দলের স্কোয়াডের দশ খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়ে চলে গেছেন আইসোলেশনে; আরও সাত খেলোয়াড় হয় চোট নিয়ে, নাহয় নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে। বার্সেলোনার খেলা তবুও স্থগিত হয়নি। মায়োর্কার মাঠ সান সোয়াতে আজ রাতে নামতে হবে মাঠে। কোচ জাভি হার্নান্দেজ তাই ক্ষোভ চেপে রাখতে পারলেন না। বলেই ফেললেন, লা লিগার এমন নিয়ম স্রেফ ‘পাগলামি’।
লা লিগার নিয়মানুসারে বর্তমান পরিস্থিতিতে খেলা স্থগিত হবে না বার্সেলোনার। যদি কোনো ক্লাবের হাতে মূল দলের খেলোয়াড় পাঁচজন থাকেন, অতিরিক্ত দল থেকে টেনে এক গোলরক্ষকসহ ১৩ জনের স্কোয়াড তালিকা জমা দিতে পারে দলটি, তাহলে খেলা চালিয়ে যেতেই হবে দলের।
এমন নিয়মে ক্ষুব্ধ জাভি। বললেন, ‘বি দলের দিতে তাকাতে হচ্ছে এখন আমাদের। তবে তাদের নিয়েও ম্যাচটা জেতার জন্যেই সেখানে যাব আমরা। কিন্তু বাস্তবতাটা হচ্ছে, আমরা এখন ১৭ জন খেলোয়াড়কে পাচ্ছি না!’
চলতি সপ্তাহের শুরুতে সার্জিনিও ডেস্ট, আব্দে এজাজুলি, উসমান দেম্বেলে, ফেলিপে কৌটিনিও, পাবলো পায়েজ গাভি, দানি আলভেস, ক্লেমেন্ত লংলে, জর্দি আলবা, আলেহান্দ্রো বালদে, স্যামুয়েল উমতিতিদের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। জাভি জানিয়েছেন, উমতিতির সবশেষ পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে, মায়োর্কার বিপক্ষে খেলতেও পারেন আজ রাতে। তবে অধিনায়ক সার্জিও বুসকেটসকে যে পাচ্ছে না তার দল, তা নিশ্চিত। মৌসুমে পাঁচ হলুদ কার্ড দেখে ফেলায় এক ম্যাচের নিষেধাজ্ঞার কাটায় পড়েছেন তিনি।
সে কারণেই জোড়াতালি দিয়ে দল গোছাতে হচ্ছে বার্সাকে। বি দল থেকে ডাক পেয়েছেন নয় জন। মায়োর্কার বিপক্ষে এই ম্যাচে ডাক পেয়েছেন বার্সা যুব দলের খেলোয়াড়ও।
এমন পরিস্থিতির পরও খেলা বাতিল হচ্ছে না, তাই দুশ্চিন্তা জাভির। বললেন, ‘আমার দুশ্চিন্তা হচ্ছে। লা লিগা কর্তৃপক্ষ ম্যাচটা বাতিল করবে না, বিষয়টাকে স্রেফ পাগলামি মনে হচ্ছে আমার। এভাবে খেলার কোনো অর্থ নেই, আমরা আমাদের সহ্যসীমার খুব কাছে আছি। কাণ্ডজ্ঞান থাকা উচিত মানুষের।’
তিনি আরও যোগ করলেন, ‘নিয়মগুলো খুবই কঠিন। মায়োর্কাও একই পরিস্থিতিতে আছে, যদিও আমাদের মতো এত খারাপ অবস্থা নয় তাদের। পরিস্থিতিটা পুরোপুরি বিশৃঙ্খল হয়ে আছে। তবু আমরা তিন পয়েন্টের জন্যই সেখানে যাচ্ছি।’
এদিকে চোটের কারণে দলের বাইরে আছেন মার্টিন ব্র্যাথওয়েট, সার্জি রবার্তো; এই ম্যাচেও ফেরার সম্ভাবনা নেই তাদের। তবে মেম্ফিস ডিপাই, আনসু ফাতি, পেদ্রি গনজালেসরা চোট কাটিয়ে ফেরার খুব কাছে আছেন, তবে আজ রোববার রাতের ম্যাচে তাদেরও খেলার সম্ভাবনা নেই, জাভি জানিয়েছেন ‘খুব তাড়াহুড়ো’ হয়ে যায় তাতে।
এনইউ/এটি