কঠোর পরিশ্রমেও শতভাগ ফিট নন সাকিব

বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসান গত এক যুগ ধরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ব্যাট ও বল দুই জায়গাতেই দলের ভরসার নাম। তার অনুপস্থিতিতে বিকল্প খুঁজে পাওয়া বেশ কঠিন হয়ে পড়ে। নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান।
তবে শেষ ওয়ানডেতে কুঁচকির চোটে পড়ে মাঠ ছাড়েন তিনি। এরপর তিনদিন অনুশীলনও করেছেন সাকিব। এর মধ্যে একদিন তিনি ব্যক্তিগতভাবে অনুশীলন করেন। তবে এখনো ওয়ানডেতে বিশ্বসেরা এই অলরাউন্ডার শতভাগ ফিট নন বলে জানিয়েছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।
তিনি বলেন, ‘পুনর্বাসনে সে কঠোর পরিশ্রম করেছে। নেটে বল করেছে, কিছু বল খেলেছে। খুব অস্বস্তি অনুভব করেনি। আমরা বেশ আত্মবিশ্বাসী যে সে বুধবার খেলতে প্রস্তুত হয়ে উঠবে। সাকিব অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। আমাদের বোলিং-ব্যাটিং দুটিই শক্তিশালী হয় ওকে পেলে। বিশ্বমানের অলরাউন্ডার সে।’
স্ক্যান রিপোর্টে সবুজ সঙ্কেত পেয়ে শনিবার অনুশীলনে ফেরেন সাকিব। এরপর থেকে পুরোপুরি ফিট হতে সাকিব লড়াই চালিয়েছেন বলে জানিয়েছেন ডমিঙ্গো। প্রথম টেস্টেই সাকিব ফিরবেন বলে আত্মবিশ্বাসী তিনি।
ডমিঙ্গো বলেন, ‘তার প্রস্তুতি অবশ্য খুব সহজ ছিল না। শেষ ওয়ানডেতে কুঁচকিতে হালকা চোট লেগেছিল। এরপর পুনর্বাসনের মধ্য দিয়ে গিয়েছে। এখনও সে শতভাগ নয়, তবে এখনও একদিনের মতো সময় আছে। আমরা মোটামুটি আত্মবিশ্বাসী যে সে প্রথম টেস্টের জন্য ফিট হয়ে উঠবে।’
এমএইচ/এটি