রিয়ালের ঘরের ছেলেও বার্সেলোনায় যেতে মরিয়া

তার সিনিয়র ক্যারিয়ারের শুরুটা রিয়াল মাদ্রিদে। এরপর ইউরোপের শীর্ষ পর্যায়ের অনেক ক্লাবে কাটিয়েছেন একটা বড় সময়। সেই আলভারো মোরাতাকে চাইছে বার্সেলোনা, এটা পুরোনো খবর। এবার ইউরোপীয় সংবাদ মাধ্যমের খবর, মোরাতা নিজেও মরিয়া হয়ে যেতে চাইছেন বার্সায়!
ইউরোপীয় ফুটবল দলবদলের খবরের নির্ভরযোগ্য নাম ফ্যাব্রিজিও রোমানো জানাচ্ছেন এ খবর। তিনি জানাচ্ছেন, এখনো আলভারো মোরাতার প্রাধান্য পাচ্ছে বার্সেলোনাই। বার্সেলোনায় নির্ভরযোগ্য সূত্র রোমানোকে জানিয়েছেন জাভি মোরাতাকে টানা ফোনকল করেই যাচ্ছেন তাকে দলে ভেড়ানোর উদ্দেশ্য নিয়ে।
মোরাতা বর্তমানে খেলছেন জুভেন্তাসের জার্সি গায়ে চড়িয়ে। ২০২০-২১ মৌসুমের শুরুতে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ধারে ইতালিয়ান চ্যাম্পিয়নদের হয়ে খেলতে আসেন তিনি। সেই মোরাতার জুভেন্তাসে ধারের মেয়াদ শেষ আগামী জুনে।
তাকে নিয়ে জুভেন্তাসের মনোভাব সম্পর্কেও জানিয়েছেন রোমানো। জানিয়েছেন, জুন মাসে যে মোরাতাকে কিনে নেওয়ার সুযোগটা আছে দলটির, সেটা কাজে লাগাচ্ছে না ইতালিয়ান দলটি। বার্সেলোনা সেই মোরাতাকেই চলতি দলবদল মৌসুমে দলে ভেড়াতে চায়।
তবে এখানে একটা সমস্যাও এসে দাঁড়িয়েছে কাতালানদের সামনে। চলতি দলবদলে জুভেন্তাস একজন স্ট্রাইকার খুঁজছে হন্যে হয়ে। পিএসজির মাউরো ইকার্দি এক্ষেত্রে এগিয়ে আছেন বেশ। সেটা যদি শেষমেশ সম্পন্ন হয় জানুয়ারি শেষ হয়ে যাওয়ার আগে, তবেই মোরাতাকে ধারের মেয়াদ শেষ করার আগে দল ছাড়তে দেবে জুভেন্তাস, এর আগে নয়।
মোরাতায় বার্সেলোনার এই আগ্রহ মূলত কোচ জাভির কারণেই। স্প্যানিশ এই কোচ মোরাতার বড় ভক্ত। বেশ কয়েক বছর আগে সাক্ষাৎকারেও বলেছিলেন, মোরাতা বার্সেলোনায় অনায়াসেই নিজেকে মানিয়ে নিতে পারবে। নিজে বার্সার কোচ হয়ে এসে এবার সে কথাটাকেই বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছেন তিনি।
স্প্যানিশ এই ফরোয়ার্ড শেষ কিছু দিনে আছেন দারুণ ফর্মে। গেল মৌসুমে ৪৪ ম্যাচে করেছেন ২০ গোল। এরপর ইউরোয় স্পেনের হয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ গোল করেছেন, গোলে অবদান রেখেছেন। যে কারণে বার্সেলোনার আগ্রহে পরিণত হয়েছেন তিনি।
মোরাতার সিনিয়র ক্যারিয়ার শুরু হয়েছিল রিয়াল মাদ্রিদে। এর আগে যুব ক্যারিয়ারটাও শুরু লস ব্ল্যাঙ্কোসদের হাত ধরেই। রিয়ালের মাদ্রিদের সি দলে খেলে যুব ক্যারিয়ার শুরু তার। এরপরই পদোন্নতি নিয়ে চলে আসেন রিয়াল মাদ্রিদের রিজার্ভ দলে। সেখান থেকে ধাপে ধাপে রিয়ালের মূল দলেও সুযোগ পান তিনি। সেই মোরাতাই যদি শেষমেশ বার্সায় যোগ দেন, তাহলে যে তিনি রিয়ালের রোষাণলে পড়বেন, তা বলাই বাহুল্য।
এনইউ/এটি