দ্রুততম মানব লন্ডন প্রবাসী ইমরানুর, মানবী সুমাইয়া

জাতীয় অ্যাথলেটিকসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট। সেই স্প্রিন্টে এবার পুরুষ ও নারী উভয় ইভেন্টে চমক হয়েছে। পুরুষ ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে লন্ডন প্রবাসী ইমরানুর রহমান ও মহিলা বিভাগের সেরা বিকেএসপির শিক্ষার্থী সুমাইয়া দেওয়ান।
লন্ডন প্রবাসী ইমরান সোমবার সকালে হিটে প্রথম হয়েছিলেন। বিকেলে ইসমাইলকে যে টেক্কা দিতে পারেন সেটার আভাস পাওয়া গিয়েছিল। ইমরানের দুর্দান্ত রানিংয়ে পরাজিত হন ইসমাইল। ইমরান হ্যান্ড টাইমিংয়ে ১০.৩ ও ইলেকট্রনিকে ১০.৫ টাইমিং করেন। ইলেকট্রনিক টাইমিংয়ের হিসেবে এটি বাংলাদেশের সেরা টাইমিং। নব্বইয়ের দশকে ১০.৫৪ টাইমিং ছিল মাহবুবর। অ্যাথলেটিকস ফেডারেশন আনুষ্ঠানিকভাবে ফলাফলে কোন টাইমিং দেবে তা এখনো জানা যায়নি। কয়েকবারের দ্রুততম মানব ইসমাইল তৃতীয় হয়েছেন।
জাতীয় ও সামার মিলিয়ে দশ বারের বেশি দেশের দ্রুততম মানবী হয়েছিলেন শিরিন আক্তার। আজেসোমবার জাতীয় অ্যাথলেটিকসে শিরিনের সেই রেকর্ডে হানা দিয়েছেন বিকেএসপির শিক্ষার্থী সুৃমাইয়া দেওয়ান। অ্যাথলেটিকস ফেডারেশন এবার হ্যান্ড ও ইলেকট্রনিক দুই ভাবেই টাইমিং ধরেছে। সেই হিসেবে সুমাইয়ার টাইমিং ১২.২০ (হ্যান্ডটাইমিং), ১২.৩০ (ইলেকট্রনিক)। শিরিন তার চেয়ে সামান্য পিছিয়ে ছিলেন ১২.৩৬ (ইলেকট্রনিক) । শিরিন দৌড় শেষ করতে গিয়ে পড়ে যান ফিনিশিংয়ে।
এজেড/এটি