আত্মঘাতী গোলে আবাহনীকে টপকে গেল রাসেল

ঢাকা আবাহনীকে টপকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসল শেখ রাসেল ক্রীড়া চক্র। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দিনের দ্বিতীয় ম্যাচে শেখ রাসেল ১-০ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারায়। ৯০ মিনিট পর্যন্ত ম্যাচটি গোলশূন্য ছিল। ইনজুরি সময়ে রাসেলের কিরগজি ফরোয়ার্ড বখতিয়ারের গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলার অল ব্লুজরা।
দিনের প্রথম ম্যাচে ঢাকা আবাহনী ২-২ গোলে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ড্র করায় শেখ রাসেলের সামনে সুযোগ তৈরি হয় এককভাবে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকার। দ্বিতীয় ম্যাচটিও প্রায় ড্র হতে যাচ্ছিল। শেষ পর্যন্ত বখতিয়ারের গোল ম্যাচের ফলাফল নিষ্পত্তি হলো। এই জয়ে পাঁচ ম্যাচে শেখ রাসেল ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এককভাবে দ্বিতীয় স্থানে উঠল।
ঢাকা আবাহনী সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। কিংস টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর মুক্তিযোদ্ধা সংসদের পাঁচ ম্যাচে সংগ্রহ মাত্র ৪ পয়েন্ট।
ম্যাচের শুরু থেকে শেখ রাসেল আক্রমণ করতে থাকে। আক্রমণ করে গোলের সুযোগ সৃষ্টি করলেও গোলর জন্য অপেক্ষা করতে হয়েছে ৯২ মিনিট পর্যন্ত। ৯০ মিনিট শেষ হওয়ার পর তিন মিনিট অতিরিক্ত সময় দেখান চতুর্থ রেফারি। এর দ্বিতীয় মিনিটে শেখ রাসেলের নাইজেরিয়ান অবি মনেকে বাঁ প্রান্ত দিয়ে প্রবেশ করেন মুক্তিযোদ্ধার ডি বক্সে।
দারুণ এক ফুটওয়ার্কে পাশ কাটিয়ে যান তার মার্কারকে। দেন নিচু একটি ক্রস। যাতে পা ছোঁয়াবার জন্য এগিয়ে এসেছিলেন রাসেলের উজবেক মিডফিল্ডার বখতিয়ার। তার পেছনে ছিলেন ডিফেন্ডার শোয়েব মিয়া। শোয়েব মিয়ার পায়ে লেগে বল আশ্রয় নেয় নিজেদের জালে। বল গোললাইন ক্রস করার পর আনন্দে মেতে উঠে শেখ রাসেল শিবির। অন্য দিকে স্তব্ধ হয় মুক্তিযোদ্ধা সংসদের টেন্ট।
এজেড/এমএইচ