‘মেসি যা করেছে অর্থ দিয়ে মূল্যায়ন সম্ভব নয়’

লিওনেল মেসি ও বার্সেলোনার মধ্যেকার সম্পর্কটা প্রায় দেড় যুগের। তবে গত বছর দীর্ঘদিনের এই সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। বন্ধন ছিন্ন করে ক্লাব ছাড়তে চেয়েছিলেন মেসি। তবে শেষ পর্যন্ত আর সেটি হয়নি। বার্সার হয়ে চলতি মৌসুমেও দারুণ খেলছেন তিনি।
তবে সমস্যা বেধেছে কয়েকদিন আগে স্প্যানিশ পত্রিকা এল মন্দোর প্রকাশিত সংবাদের পর। ২০১৭ সালে মেসির সঙ্গে হওয়া সাড়ে চার হাজার কোটি টাকার চুক্তির তথ্য ফাঁস করে তারা। এরপরই বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।
দেনার দায়ে জর্জরিত বার্সেলোনা। ক্লাবটির এমন অবস্থার জন্য মেসির সঙ্গে এত বিপুল পরিমাণ অর্থের চুক্তিকে দায়ী করছেন অনেকে। তবে বার্সার সাবেক সভাপতি ও আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী হুয়ান লাপোর্তা মনে করেন বার্সার জন্য মেসি যা করেছেন, তা কেবল অর্থ দিয়ে মূল্যায়ন করা সম্ভব নয়।
তিনি বলেন, ‘মেসির সঙ্গে কেবল খেলার বিষয়গুলো নয় আবেগজনিত বিষয়ও জড়িত। সে আমাদের জন্য যা করেছে তা অর্থ দিয়ে মূল্যায়ন সম্ভব নয়। বিক্রি হওয়া ১০টি শার্টের আটটিই মেসির এবং বিশ্বের আগ্রহ তাকে ঘিরেই। তার সমর্থনে গতকাল তাকে একটা বার্তা পাঠাই। তাকে বলেছি খবরে নজর না দিতে; কারণ বার্সেলোনার সমর্থকরা চায় সে যেন এখানেই খেলা চালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘এমন খবর আহত করে কারণ এটা বার্সেলোনার ক্ষতি করে। কেউ দায়িত্বে না থাকলে এই ব্যাপারগুলো ঘটে। দলের বর্তমান অবস্থা মেসির চুক্তির কারণে নয়। তার পেছনে যে খরচ এর চেয়ে বেশি আয়ে সে সহায়তা করে। অর্থনৈতিক দলের একটি গবেষণা বলছে, বার্সার আয়ের এক তৃতীয়াংশের উৎস মেসি।’
এমএইচ