শুরুতে ভঙ্গুর থাকবে বাংলাদেশ : উইন্ডিজ কোচ

দীর্ঘদিনের বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। প্রথমে ওয়ানডে সিরিজের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা পোশাকে লড়াই। তিন ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামবে দুই দল।
এক বছর পর টেস্ট খেলতে নামায় শুরুতে বাংলাদেশ কিছুটা ভঙ্গুর থাকবে বলে মনে করেন উইন্ডিজ কোচ ফিল সিমন্স। সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে এমনটা মনে করেন বলে জানিয়েছেন তিনি।
সিমন্স বলেন, ‘আমার মনে হয় টেস্টে শুরুর দিকে তাদের কিছুটা ভঙ্গুর দেখাতে পারে। তারা প্রায় এক বছর টেস্ট ক্রিকেট খেলছে না। সেখান থেকে ফিরে শুরুতে কিছুটা ভঙ্গুর হতে পারে। তবে আমি নিশ্চিত তারা সেটা দ্রুতই কাটিয়ে উঠবে।’
তবে অভিজ্ঞ ক্রিকেটারদের কারণে বাংলাদেশের এই ভঙ্গুরতা বেশিক্ষণ স্থায়ী হবে না বলেও মনে করেন উইন্ডিজ কোচ। প্রথম দিনের প্রথম ঘণ্টা কাটিয়ে দিতে পারলেই আর কোনো সমস্যা থাকবে না বলে মনে করেন ফিল সিমন্স।
তিনি বলেন, ‘তাদের দলে তামিম-সাকিবের মতো বেশ অভিজ্ঞ কয়েকজন আছে। তাদের ভঙ্গুরতা সম্ভবত খুব দীর্ঘায়িত হবে না। যদি সেটা হয়, তবে তো সুযোগ কাজে লাগাতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটের ঘাটতি থাকতে পারে। কিন্তু ভালোভাবে অনুশীলনের তো সুযোগ আছে। অনুশীলন করে জড়তা কাটানো যাদয়, এটা মানসিক ব্যাপার। প্রথম দিনের প্রথম ঘণ্টা পেরোনোর পরই সব জড়তা চলে যাবে।’
এমএইচ