খাজার সেঞ্চুরিতে রান পাহাড়ে অস্ট্রেলিয়া

দলে সুযোগ পাওয়াই তার জন্য বেশ কঠিন। এবার সেটি তো পেলেন। ওসমান খাজা নিজেকে প্রমাণ করলেন সেঞ্চুরি করে। তাতে রীতিমতো রান পাহাড়ে চড়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের জন্য স্বস্তি, বৃহস্পতিবার শেষ বিকেলে খেলতে নেমে কোনো উইকেট হারায়নি তারা।
সিডনিতে অ্যাশেজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন শেষে ৪০৩ রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৪১৬ রান করে ইনিংস ঘোষণা করে অজিরা। পরে শেষ বিকেলে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১৩ রান করেছে ইংল্যান্ড।
৩ উইকেটে হারিয়ে ১২৬ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথকে সঙ্গে নিয়ে ১১৫ রানের জুটি গড়েন খাজা। ১৪১ বলে ৬৭ রান করে আউট হয়ে যান স্মিথ। অন্যদিকে সেঞ্চুরি তুলে নেন খাজা।
১৩ চারে ২৬০ বলে ১১৭ রান করেন তিনি। ক্রিস ব্রডের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন খাজা। ২৯ ওভার বল করে ৫ মেডেনসহ ১০১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন ব্রড। অ্যান্ডারসন, রুট ও মার্ক উড নিয়েছেন একটি করে উইকেট। ইংলিশদের পক্ষে হাসিম হামিদ ও জ্যাক ক্রলি ২ রান করে নিয়ে শুক্রবার দিন শুরু করবেন।
এমএইচ/এটি